Begin typing your search above and press return to search.

স্ট্ৰ্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টের সেমি ফাইনালে অসমের বক্সার শিব থাপা

স্ট্ৰ্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টের সেমি ফাইনালে অসমের বক্সার শিব থাপা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Jan 2020 1:46 PM GMT

স্ট্ৰ্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টের সেমি ফাইনালে পৌঁছলেন অসমের বক্সার শিব থাপা। বুলগেরিয়ায় অনুষ্ঠিত ৭১তম স্ট্ৰ্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টে আয়ারল্যান্ডের জর্জ বেটচককে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমি ফাইনালে ঠাঁই করে নেন শিব।

ভারতীয় বক্সার সোনিয়া লাথের ৫৭ কেজি বিভাগে এবং কমনওয়েলথ গেমসে ব্ৰোঞ্জ পদক জয়ী মহম্মদ হুসামুদ্দিন(৫৭ কেজি)সেমি ফাইনালে স্থান পেয়েছেন।

৫১ কেজি বিভাগে নিখট জারিন আমেরিকার ক্ৰিস্টিনা ক্ৰুজের হাতে কোয়ার্টার ফাইনালে পরাস্ত হন। নিখট গত বছর তাঁর পারফরম্যান্সে যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছিলেন। তিনি তাঁর সব প্ৰতিদ্বন্দ্বীকে অতি সহজেই হারিয়ে জয়ী হয়েছিলেন এবং ফিলিপিন্সের মেগ্নো ইরিয়ে ফাইনালে তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক স্বর্ণপদক লাভ করেন।

বিগত বর্ষে বক্সার নিখট জারিন এই উচ্চ স্থান লাভ করএছিলেন। নিখট ৭০তম স্ট্ৰ্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টে ৫১ কেজি বিভাগে সোমা জিতেছিলেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পরীক্ষার নম্বরের ওপর জীবন নির্ভর করে না,ছাত্ৰদের বার্তা প্ৰধানমন্ত্ৰীর

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Inauguration Ceremony for ONCO Premier League 2.0 Cricket

Next Story