Begin typing your search above and press return to search.

অসম আমার দ্বিতীয় গৃহ,আমি আমার কাজ সেরেছিঃ হাজেলা

অসম আমার দ্বিতীয় গৃহ,আমি আমার কাজ সেরেছিঃ হাজেলা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 Nov 2019 7:15 AM GMT

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি,অসম(এনআরসি)-এর প্ৰাক্তন রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা মঙ্গলবার অসম ছাড়লেন। গত ৩১ আগস্ট রাজ্যে চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হওয়ার পর সুপ্ৰিম কোর্টের নির্দেশের পরিপ্ৰেক্ষিতে হাজেলাকে তিন বছরের জন্য ইন্টার-ক্যাডার ডেপুটেশনে মধ্যপ্ৰদেশে বদলি করা হয়। কেন্দ্ৰীয় সরকারই হাজেলাকে তিন বছরের জন্য মধ্যপ্ৰদেশে ডেপুটেশনে বদলি করে। অসম সরকারও হাজেলার বদলির নির্দেশে সম্মতি প্ৰকাশ করেছে।

এদিকে,এনআরসি রাজ্য সমন্বয়কের কার্যালয়ের কর্মীরা মঙ্গলবার বরঝাড় লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান-বন্দরে হাজেলাকে বিদায় জানান।

গুয়াহাটি ছাড়ার আগে হাজেলা দ্য সেন্টিনেলকে বলেন,‘আমার কন্যা এবং আমি অসমের মানুষের সান্নিধ্যে থেকে অনেক ভালো কিছু বিষয়ই শিখতে পেরেছি। অসমকে আমি আমার দ্বিতীয় গৃহ রাজ্য বলেই মনে করি। এখানে থাকাকালে আমরা পরিবারের মধ্যে অসমিয়া ভাষায়ই কথা বলতাম। আমার মেয়ে আমার চেয়েও অনেক সাবলীলভাবে অসমিয়ায় কথা বলতে পারে’।

হাজেলা আরও বলেন,‘আমার গৃহ রাজ্য মধ্যপ্ৰদেশ। ১৯৯৬ সালে আইএএস অফিসার হিসেবে আমি অসমেই আমার ক্যারিয়ার শুরু করেছিলেম। অসম-মেঘালয় ক্যাডারের আইএএস অফিসার হওয়ার সুবাদে আমি আবার অসমে ফিরে আসবো’। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অসমে এনআরসি সমন্বয়কের পদে যোগ দিয়েছিলেন হাজেলা। সুপ্ৰিম কোর্ট চলতি বছরের ১৮ অক্টোবর হাজেলাকে বদলির নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশে বলা হয়েছিল ‘আমরা প্ৰাসঙ্গিক রুলস ও রেগুলেশন অনু্যায়ী প্ৰতীক হাজেলাকে সর্বোচ্চ তিন বছরের জন্য ইন্টার ক্যাডার ডেপুটেশনে মধ্যপ্ৰদেশে বদলি করছি’।

এনআরসি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হাজেলা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,‘অসমে এনআরসি নবায়নের কাজ খুবই উচ্চ মানের হয়েছে। আমি আমার কর্তব্য সেরেছি। আমি কী করেছি সময়ে সবাই তা বুঝতে পারবেন’।

তিনি আরও বলেন,অনুপ্ৰবেশ ইস্যুর সঙ্গে এনআরসি-র একটা ওতপ্ৰোত সম্পর্ক রয়েছে। আর সেজন্যই এটা খুবই স্পর্শকাতর বিষয়। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত এনআরসি প্ৰকাশ করা সম্ভব হয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ১৮ নভেম্বরের আগে রাজ্যের ভোটারদের নাম পরীক্ষা করার আহ্বান সিইও মুকেশ চন্দ্ৰ সাহুর

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Wild Jumbo in Goalpara which claimed 5 Human Lives, Tranquilized

Next Story
সংবাদ শিরোনাম