Begin typing your search above and press return to search.
খেলো ইন্ডিয়ায় অসম কন্যা শিবাঙ্গির ৫টি সোনা,দুটি রুপো

অসমের শিবাঙ্গি শর্মা গুয়াহাটিতে চলা খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে আজ ড.জাকির হুসেন অ্যাকোয়াটিক সেন্টারে আরও একটি স্বর্ণপদক পেয়েছেন। এই নিয়ে শিবাঙ্গি ৫টি সোনা ও দুটো রুপোর পদক জিতলেন।
১০০ মিটার ফ্ৰিস্টাইল ইভেন্টে সোনা জিতেছিলেন শিবাঙ্গি। প্ৰত্যাশানু্যায়ী পারফর্ম করেছেন তিনি। শুরু থেকে শিবাঙ্গি অগ্ৰণী ভূমিকা নিয়েছেন এবং শেষ পর্যন্ত তা ধরেও রেখেছেন। ২০০ মিটার ফ্ৰি স্টাইল সাঁতারেও সোনা জিতেছেন শিবাঙ্গি। ১৭ বছর বয়সী শিবাঙ্গি মেয়েদের ২১ অনূর্ধ্ব ৪০০ মিটার ফ্ৰি স্টাইল ইভেন্টেও শীর্ষে থাকেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ২০ জানুয়ারি থেকে ১১ এপ্ৰিল পর্যন্ত গুয়াহাটি-ব্যাংককের মধ্যে নক এয়ার-এর বিমান উড়ান বাতিল
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Minister of State for Education Smt. Vibhavariben Dave addresses Academia in Guwahati.
Next Story