অ্যাটমস সিনিয়র সেকেন্ডারি স্কুল,বরপেটা রিক্ৰুটমেন্ট ২০২০

অ্যাটমস সিনিয়র সেকেন্ডারি স্কুল,বরপেটা রিক্ৰুটমেন্ট ২০২০
অ্যাটমস সিনিয়র সেকেন্ডারি স্কুল বরপেটায়(মেনকা সিনেমা হলের কাছে)বিভিন্ন খালি পদে নিয়োগের জন্য যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করা হয়েছে। সব শিক্ষাগত যোগ্যতার সেলফ অ্যাটাস্টেড কপি সহ ১ মার্চ ২০২০-র আগে আবেদনপত্ৰ পৌঁছতে হবে।
১. লেকচারার(বিজ্ঞান শাখায়)ফিজিক্স,কেমেস্ট্ৰি,বোটানি,জুলজি,ম্যাথেমেটিক্স)
পদের সংখ্যাঃ ৫
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্ৰি/স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.ই/বি.টেক এক বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
২. লেকচারার কাম গার্লস হস্টেল ওয়ার্ডেন(অসমিয়া/ইংরেজি)
পদের সংখ্যাঃ ০১
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এবং এক বছর পড়ানোর অভিজ্ঞতা।
বেতনঃ আলোচনা সাপেক্ষ
কিভাবে আবেদন করবেনঃ প্ৰার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথির সেলফ অ্যাটাস্টেড কপি সহ আবেদনপত্ৰ এই ইমেইল আইডি foundationatoms@gmail.com-এ পাঠাতে হবে। ফাউন্ডেশনের অফিসে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে অথবা ডাকযোগেও পাঠাতে পারবেন অ্যাটমস সিনিয়র সেকেন্ডারি স্কুল(এ জুনিয়র কলেজ অফ সায়েন্স )বরপেটা-৭৮১৩০১ এই ঠিকানায়। আবেদন ১ মার্চ ২০২০ অথবা তার আগে পৌঁছতে হবে।
সাক্ষাৎকারের তারিখঃ ২ মার্চ ২০২০(সোমবার)সকাল ৯.৩০ থেকে।
স্থানঃ অ্যাটমস সিনিয়র সেকেন্ডারি স্কুল,বরপেটা-৭৮১৩০১
শেষ তারিখঃ ০১-০৩-২০২০
Details: Click here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডেপুটি কমিশনার,গোলাঘাট রিক্ৰুটমেন্ট ২০২০