পেঁয়াজ,রসুন খাওয়া ছেড়ে দিন,তবেই সমস্যা থেকে পার পাবেনঃ আজম খান

পেঁয়াজ,রসুন খাওয়া ছেড়ে দিন,তবেই সমস্যা থেকে পার পাবেনঃ আজম খান

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী নির্মলা সীতারামন সম্প্ৰতি বলেছিলেন,তিনি পেঁয়াজ খান না। তাই পেঁয়াজের চড়া দর নিয়ে বড় একটা মাথাব্যথা নেই তাঁর। আসলে পরোক্ষ পেঁয়াজ না খাওয়ারই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার নির্মলার সুরে সুর মেলালেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। তিনি বলেন,পেঁয়াজের মূল্য যেভাবে আকাশ ছুঁয়েছে তাতে এই জিনিসটা না খেলে এই সমস্যা থেকে অনেকটা পার পাওয়া যাবে। পেঁয়াজ,রসুন খাওয়ার কি খুব প্ৰয়োজন আছে? মাংসে পেঁয়াজ,রসুনের ব্যবহার বন্ধ করলে এই সমস্যা থেকে পার পাওয়া যাবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।

আজম খান বলেন,পেঁয়াজ খাওয়া উচিত নয়। পেঁয়াজ খেলে মুখ থেকে দুর্গন্ধও বের হয়। বর্তমানে গোটা দেশেই পেঁয়াজের দর হুহু করে চড়ছে। আর এরফলে ভুগছেন সাধারণ মানুষ। বেশকটি রাজ্যে প্ৰতি কিলো পেঁয়াজের দাম ১০০ টাকা ছাপিয়ে গেছে। শেষ পর্যন্ত পেয়াজের মূল্য দুশোর কোটায় পৌঁছতে পারে বলে অনেকেই আশঙ্কা প্ৰকাশ করেছেন।

এর আগে সীতারামন বলেছিলেন,তিনি এমন একটা পরিবার থেকে উঠে এসেছেন যেখানে পেঁয়াজ,রসুন খুব বেশি ব্যবহার করা হয় না। বর্তমানে পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করার কথা ভাবছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Congress launched 7-hr hunger strike to protest against CAB in Tinsukia

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com