টংলাঃ আগামি ৪ এপ্ৰিলে অনুষ্ঠেয় বিটিসি নির্বাচনে বিজেপি একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকসা জেলার গোরেশ্বরে বুধবার দলের রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাসের পৌরোহিত্যে বিজেপি-র এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন নিয়ে এই অনুপুঙ্খ আলোচনায় কোকরাঝাড়,চিরাং,বাকসা এবং ওদালগুড়ির ৪০টি বিটিসি কেন্দ্ৰের দলীয় নেতা কর্মীরা অংশগ্ৰহণ করেন। বৈঠকে উপস্থিতি ছিলেন রাজ্যের সেচমন্ত্ৰী(স্বতন্ত্ৰ)ভবেশ কলিতা,বিজেপি সাংসদ দিলীপ শইকিয়া,গোলকগঞ্জের বিজেপি বিধায়ক অশ্বিনী রায় সরকার এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পুলক গোহাই।
এরআগে বিটিসি প্ৰধান এবং বোড়োল্যান্ড পিপলস ফ্ৰন্টের(বিপিএফ)সভাপতি হাগ্ৰামা মহিলারি গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন যে বিটিসি নির্বাচনে তার দলের বিজেপি ও অগপ-র সঙ্গে জোট বেঁধে লড়তে আপত্তি নেই। ২০১৫ সালের বিটিএডি নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ২০টি আসন জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল বিপিএফ। সেবার বিজেপি একটি আসন পেয়ে কাউন্সিলের নির্বাচনে তাদের খাতা খুলতে সক্ষম হয়েছিল।
এদিকে রাজ্যের নির্বাচন কমিশনার অলোক কুমার বুধবার বিটিসি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন। বোড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্ৰিক্টের(বিটিএডি)৪০টি আসনের নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গে বোড়োল্যান্ডে বুধবার থেকেই নির্বাচনী আচরণ বিধি কার্যকরী হয়েছে। বিজ্ঞপ্তি অনু্যায়ী,বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিলের নির্বাচন ২০২০-র ৪ এপ্ৰিল শুরু হচ্ছে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্ৰহণ করা হবে । ৮ এপ্ৰিল বুধবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে এবং চলবে শেষ না হওয়া পর্যন্ত। নির্বাচনী কর্মসূচি অনু্যায়ী মনোনয়নপত্ৰ দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ১৮ মার্চই মনোনয়নপত্ৰগুলি পরীক্ষা করা হবে। প্ৰার্থিত্ব প্ৰত্যাহারের শেষ তারিখ ২১ মার্চ বিকেল ৩টা পর্যন্ত। ২১ মার্চ বিকেল ৩টার পর প্ৰতিদ্বন্দ্বী প্ৰার্থীদের নামের তালিকা প্ৰকাশ করা হবে।
যদি ফের ভোট গ্ৰহণের প্ৰয়োজন হয় তাহলে সেটা হবে ৬ এপ্ৰিল সকাল ৮টা থেকে বিকেল চারটের মধ্যে। বিটিএডিতে মোট ভোটার হচ্ছেন ২৩,৫৬,৩৫৯ জন। ভোটগ্ৰহণ কেন্দ্ৰ থাকছে ৩০৭৭টি। ভোট হবে ব্যাল্ট পেপারের মাধ্যমে। শেষবার বিটিসি নির্বাচন হয়েছিল ২০১৫ সালে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমে জমে উঠেছে রাজ্যসভা আসনের নির্বাচন পর্ব
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: UK Queen Elizabeth II recognises Jadav Payeng from Assam with ‘Commonwealth Points of Light’ Award