তিনসুকিয়াঃ তিনসুকিয়া জেলার রোটারি ক্লাবের প্ৰেক্ষাগৃহে বিমল বরগোহাঞির ‘অনুভবর জলঙাই দি’ নামে একটি গ্ৰন্থের উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে গ্ৰন্থ প্ৰেমী,পাঠক,শিক্ষাবিদ এবং আলোচকরা উপস্থিত ছিলেন। ডিগবয়ের প্ৰখ্যাত সাহিত্যিক,শিক্ষাবিদ এবং ব্যঙ্গ লেখক পুণ্য শইকিয়া গ্ৰন্থটি উন্মোচন করে বলেন,বরগোহাঞি এই গ্ৰন্থটিতে জীবন সংঘর্ষের তথ্য প্ৰকাশ করেছেন। তাঁর বেশকিছু লেখা ইতিমধ্যেই স্থানীয় কাগজগুলোতে প্ৰকাশিত হয়েছে। সেই সঙ্গে গ্ৰন্থ অধ্যয়নের কথা প্ৰকাশ করে তিনি বলেন,বই মানুষকে সভ্য হতে সাহায্য করার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
অনুভবর জলঙাই দি গ্ৰন্থটি তিনসুকিয়ার কুহি প্ৰকাশনের মিতালি বরগোহাঞির দ্বারা প্ৰকাশিত। অনুষ্ঠানে শিক্ষাবিদ পুণ্যপ্ৰভা মোহন এবং অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিনসুকিয়া ডিসি-র কার্যালয়ে কর্মরত রয়েছেন বিমল বরগোহাঞি। কলেজে পড়াশোনা করার সময় থেকেই লেখালেখি করে আসছেন বরগোহাঞি। পাঠক সমাজ এই গ্ৰন্থটিকে বরণ করে নেবেন বলে বরগোহাঞি আশা প্ৰকাশ করেছেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ শাস্ত্ৰীয় সংগীতানুষ্ঠানে মুখর গুয়াহাটি জেলা গ্ৰন্থাগার প্ৰেক্ষাগৃহ
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Police Sub-Inspector dies in a fatal accident in Tinsukia | The Sentinel News | Assam News