রাজ্য বাজেটে উন্নয়নের ফিরিস্তি অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার

রাজ্য বাজেটে উন্নয়নের ফিরিস্তি অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার

শুক্ৰবার ২০২০-২১ সালের রাজ্য বাজেট বিধানসভায় পেশ করেছেন অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। রাজ্যে ঘরোয়া উৎপাদন(এসডিজিপি)বৃদ্ধি ২০১৬-১৭ থেকে বার্ষিক গড় উন্নয়নের হার ২০১৯-২০ সালে ১২.৩৮ শতাংশ। যা রাষ্ট্ৰীয় গড়ের চেয়েও বেশি। সরকারি পুঁজি ব্যয়ের পরিমাণ ২০১৮-১৯-এ ৭০ হাজার কোটি টাকার অধিক দেখানো হয়েছে। সরকারি রাজস্ব ব্যয় বিগত তিন বছরে ৭০ শতাংশ বেড়েছে।

স্বাস্থ্য ক্ষেত্ৰেও বাজেটে বিশেষ গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্ৰী। ২০২০-২১ সাল থেকে চাংসারির এইমসে পাঠদান শুরু হবে। ভ্ৰাম্যমাণ চিকিৎসা ব্যবস্থার আওতায় আনা হয়েছে ৪৪৫টি চা বাগানকে।

১২৮৯.৫০ কোটি টাকার,ঘাটতি বাজেট পেশ করেছেন অর্থমন্ত্ৰী শর্মা।

দেশের প্ৰথম সারির বিশ্ববিদ্যালয় সমূহে শঙ্কদের আসন প্ৰতিষ্ঠার জন্য ৫ কোটি টাকা ধার্য করা হয়েছে বাজেটে।

২০২০-২১-এ ৫৭ হাজার যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়ার লক্ষ ধার্য করা হয়েছে বাজেটে। ২০২০-২১ সালে লখিমপুর মেডিক্যাল কলেজ নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য ধার্য হয়েছে।

অসম আন্দোলনে গুলিতে আহত ব্যক্তিদের ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার প্ৰস্তাব রাখা হয়েছে বাজেটে।

অসম পুলিশের প্ৰশিক্ষণ অ্যাকাডেমিকে বিশ্বমানের করে তোলার প্ৰস্তাব রাখা হয়েছে।

আমগুড়িতে ৭০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন কেন্দ্ৰ স্থাপনের লক্ষ্য ধার্য করেছেন তিনি। মোদ্দা কথায় অর্থমন্ত্ৰী বিভিন্ন ক্ষেত্ৰে উন্নয়নের ফিরিস্তি রেখেছেন বাজেটে।

অসম পুলিশের জওয়ানদের রেশন ভাতা ১২০০ টাকা থেকে ২০০০ টাকায় বৃদ্ধির প্ৰস্তাব রাখা হয়েছে। গুয়াহাটি উন্নয়ন বিভাগকে ৭৮৬ কোটি টাকা বরাদ্দ ধার্য করেছেন অর্থমন্ত্ৰী।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mottock Yuva Chatra Parishad demands immediate release of KMSS leader Akhil Gogoi in Tinsukia

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com