Begin typing your search above and press return to search.

বাজেটকে ভবিষ্যতের রূপরেখা আখ্যা দিলেন প্ৰধানমন্ত্ৰী

বাজেটকে ভবিষ্যতের রূপরেখা আখ্যা দিলেন প্ৰধানমন্ত্ৰী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 July 2019 9:04 AM GMT

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ২০১৯-২০২০ সালের বাজেটের প্ৰশংসা করছেন। বলেছেন,নতুন ভারত গড়ার লক্ষ্যেই এই বাজেট। কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী নির্মলা সীতারামন শুক্ৰবার ২০১৯-২০ সালের বার্ষিক কেন্দ্ৰীয় বাজেট সংসদে পেশ করার পর প্ৰধানমন্ত্ৰী মোদি এক বিবৃতিতে বলেন,বাজেট গরিব মানুষের ভিত শক্ত করবে এবং সেই সঙ্গে দেশের যুব সমাজের ভবিষ্যৎ উন্নতির পথ খুলে দেবে। তাঁর কথায়,সীতারামনের এই বাজেটকে উন্নয়ন ও নাগরিক বান্ধব বলা যেতে পারে। তিনি বাজেটকে ভবিষ্যৎ কেন্দ্ৰিক বলেও আখ্যা দেন।

বাজেটের সম্ভাবনাময় কল্যাণমূলক দিকগুলির প্ৰতি আলোকপাত করে প্ৰধানমন্ত্ৰী বলেন,এই বাজেট দেশের বিকাশের ধারা ক্ষিপ্ৰতর করবে এবং এর মাধ্যমে মধ্যবিত্ত শ্ৰেণির মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। বাজেটে দেশের কর কাঠামো সংস্কারের যে প্ৰস্তাব রাখা হয়েছে তা এক অনবদ্য পদক্ষেপ বলে মনে করেন মোদি। এটা দেশে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্ৰেও সহায়ক হবে। প্ৰধানমন্ত্ৰী বলেন,বাজেট এণ্টারপ্ৰাইজেস ও উদ্যোক্তাদের উৎসাহিত করা ছাড়াও তাদের ভিত শক্ত করবে।

দেশের বিকাশে আরও বেশি করে মহিলাদের অংশগ্ৰহণে উৎসাহিত করবে এই বাজেট। বার্ষিক বাজেটকে আশা ও আলোর দিশারি হিসেবে অভিহিত করেন মোদি। তিনি বলেন,এই বাজেট একুইশ শতাব্দীতে ভারতের উন্নয়ন চাঙ্গা করে তুলবে।

প্ৰধানমন্ত্ৰী বলেন,গরিব,কৃষক,দলিত,অবহেলিত ও সমাজের বঞ্চিত মানুষের ক্ষমতা বৃদ্ধির জন্য কেন্দ্ৰীয় সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এই ক্ষমতাবৃদ্ধির ফলে সাধারণ গরিব শ্ৰেণির মানুষ আগামি পাঁচ বছরে মাথা তুলে দাঁড়াবেন এবং তাঁরাই দেশে ক্ষমতার অলিন্দে প্ৰতিষ্ঠিত হবেন। এই ক্ষমতার দৌলতেই দেশ ৫ ট্ৰিলিয়ন ডলার অর্থনীতির অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে বলে ধারণা পোষণ করেন মোদি। নতুন ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে-বলেন প্ৰধানমন্ত্ৰী।

এদিকে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ শুক্ৰবার সংসদে পেশ করা সীতারামনের বাজেটকে ভবিষ্যৎ মুখী বলে আখ্যায়িত করেন। শাহ বলেন,এই বাজেটে উন্নয়নের রোডম্যাপ হিসেবে পথ দেখাবে। বাজেটকে আশা ও সবলীকরণের রূপরেখা উল্লেখ করে তিনি বলেন,দ্ৰুত বিকাশের লক্ষ্যে এগিয়ে যাওয়া নিয়ে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির যে দূরদৃষ্টি রয়েছে বাজেট সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথ বাতলে দেবে। বাজেটে ভারতীয় কৃষক,যুব সমাজ,মহিলা এবং গরিব মানুষের স্বপ্ন সাকার করার প্ৰস্তাব রাখা হয়েছে। অর্থনীতি,আবাসন,পরিকাঠামো এবং সামাজিক ক্ষেত্ৰে গত পাঁচ বছরে যে সব কাজ হয়েছে বাজেটে সেই দিকগুলির প্ৰতিও আলোকপাত করা হয়েছে। এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে বাজেটে যে আশার আলো দেখানো হয়েছে তাতে আগামি দিনগুলোতে ভারত ৫ ট্ৰিলিয়ন ডলার অর্থনীতির দেশে পরিণত হওয়ার পথ প্ৰশস্ত হবে। সীতারামন লোকসভায় বাজেট পেশ করার পর শাহ এক টুইট করে কথাগুলো বলেন। দেশের ঘরে ঘরে বিদ্যুৎ,জল,গ্যাস পৌঁছে দেওয়ার ও আবাসন সমস্যা সমাধানেরও প্ৰস্তাব রেখেছেন সীতারামন-বলেন শাহ।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ প্ৰথা ভেঙে কেন্দ্ৰীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্ৰী নির্মলা সীতারামন

Next Story
সংবাদ শিরোনাম