Begin typing your search above and press return to search.

ডিমৌয়ে বাস-ট্ৰেভেলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯,আহত ১৫

ডিমৌয়ে বাস-ট্ৰেভেলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯,আহত ১৫

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  23 Sep 2019 1:11 PM GMT

ডিমৌঃ ডিব্ৰুগড় গামী একটি আলট্ৰা বাস(এএস ০৫সি ৫৯৯৯)এবং যোরহাট অভিমুখী একটি ট্ৰেভেলার(এএস২৩বিসি ৬৮৭৮)-এর মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত এবং কমপক্ষেও ১৫ জন আহত হন। ঘটনাটি ঘটে সোমবার সকালে ডিমৌ-এর থাওরা এলাকায়। আহতদের সবাইকে সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার জন্য ডিব্ৰুগড় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে একজনকে ডিমৌয়ের নরেন ভরালি নামে শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তিটির মৃতদেহ ডিমৌ মডেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত অন্যান্য ৬ জনকে হিরণ্য জ্যোতি চেতিয়া(আসুর ধেমাজি শাখার উপদেষ্টা),মাজুলির পূর্ণকান্ত শর্মা(তিনসুকিয়ার আইসিআইসিআই ব্যাংক কর্মী),চেরিং চাপরির সুব্ৰত বরা,শিবসাগরের সৌরভ শর্মা এবং ট্ৰেভেলার চালক ডিব্ৰুগড়ের চাউলখোয়ার বিকি কলিতা,ধেমাজির শিলাপথারের বিনয়া বৈদ্য নামে শনাক্ত করা গেছে। বাকি দুজন যাত্ৰীকে এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

আহত যাত্ৰীদের মধ্যে যাদের নাম জানা গেছে তাঁরা হলেন রশ্মি রেখা কছারি(দেরগাঁও),ইসলাম আহমেদ(ডিব্ৰুগড়),প্ৰদীপ ধেনগিয়া(ডিমৌ),দেহা সিং নাথ(ফরকাটিং),রিপুল তামুলি(কাকজান),মহম্মদ কুদুস আলি(মরিগাঁও),ভোগেশ্বর বরুয়া(ডিমৌ)।

এলাকার স্থানীয় মানুষ প্ৰচার মাধ্যমকে বলেছেন,যোরহাট আভিমুখী ট্ৰেভেলার চালকের অবহেলার জন্যই এমন ঘটনা ঘটেছে। ৩৭নং রাষ্ট্ৰীয় সড়কে উল্টো দিক থেকে ডিব্ৰুগড়ে আসা আলট্ৰা বাসটির সঙ্গে ট্ৰেভেলারে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ চার বছর একই স্থানে অপেক্ষার পর অবশেষে মালিককে খুঁজে পেলো লিও

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 9 killed, 15 injured in head on collision in Demow | The Sentinel News | Assam News

Next Story