১০ ডিসেম্বর ১১ ঘন্টা উ.পুব বনধের ডাক নেসোর

১০ ডিসেম্বর ১১ ঘন্টা উ.পুব বনধের ডাক নেসোর

গুয়াহাটিঃ উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো)আগামি ১০ ডিসেম্বর ১১ ঘন্টা উত্তর পূর্বাঞ্চল বনধের ডাক দিয়েছে। কেন্দ্ৰীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)সংসদে উত্থাপনের তোড়জোড় চালানোর প্ৰতিবাদে এই বনধ ডেকেছে নেসো। নাগাল্যান্ড ছাড়া ওই দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৫টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বনধ চলবে। নাগাল্যান্ডে বর্তমানে হর্নবিল উৎসব চলায় ওই রাজ্যকে বনধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে বনধের দিন নাগা স্টুসেন্টস ফেডারেশন কোহিমায় রাজভবনের সামনে প্ৰতিবাদ জানাবে ক্যাবের বিরুদ্ধে।

সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)খাসি ছাত্ৰ ইউনিয়ন(কেএসইউ)গারো ছাত্ৰ ইউনিয়ন(জিএসইউ),সারা অরুণাচল প্ৰদেশ ছাত্ৰ সংস্থা(এএপিএসইউ),নাগা স্টুডেন্টস ফেডারেশন(এনএসএফ),সারা মণিপুর ছাত্ৰ ইউনিয়ন(এএমএসইউ),মিজো জিরলাই পাওল(এমজেপি)এবং ত্ৰিপুরা ছাত্ৰ ফেডারেশন(টিএসএফ)শামিল রয়েছে নেসোতে।

নেসোর উপদেষ্টা ড. সমুজ্জ্বল ভট্টাচার্য শুক্ৰবার সন্ধ্যায় দ্য সেন্টিনেলকে বলেছেন,ছাত্ৰ সংগঠনগুলি বনধ সংস্কৃতিকে সমর্থন করে যা যদিও কেন্দ্ৰ নেসোকে বাধ্য করেছে ১০ ডিসেম্বর বনধ ডাকতে।

নাগরিকত্ব সংশোধনী বিলের(ক্যাব)বিরুদ্ধে এই অঞ্চলের ভূমিপুত্ৰদের উষ্মা এবং ক্ষোভ প্ৰকাশের উদ্দেশ্যেই এই বনধ ডাকা হয়েছে। ‘ক্যাব অবৈধ বাংলাদেশিদেরই রক্ষণাবেক্ষণ দেবে। ক্যাব অসাংবিধানিক এবং অসম চুক্তি বিরোধী। ক্যাবের বিরোধিতায় নেসোর এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্ৰমে নেওয়া হয়েছে। আমরা আশা করছি উত্তরপুবের মানুষ ১০ ডিসেম্বরের এই বনধের প্ৰতি পূর্ণ সমর্থন জানাবেন’-বলেন ভট্টাচার্য।

শুক্ৰবার গুয়াহাটির একটি হোটেলে নেসোর কার্যসমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। ক্যাব চাপিয়ে বিচ্ছিন্নতাবাদী খেলায় লিপ্ত না হতে নেসো কেন্দ্ৰকে সতর্ক করে দিয়েছে। নেসো পরিষ্কার জানিয়ে দিয়েছে,উত্তর পূর্বের কোনও অংশেই ক্যাব মেনে নেওয়া হবে না।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Congress launched 7-hr hunger strike to protest against CAB in Tinsukia

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com