ক্যাব নিয়ে কেন্দ্ৰের প্ৰস্তাব অসম চুক্তির উদ্দেশ্যের বিরোধীঃ মহন্ত

ক্যাব নিয়ে কেন্দ্ৰের প্ৰস্তাব অসম চুক্তির উদ্দেশ্যের বিরোধীঃ মহন্ত
Published on

গুয়াহাটিঃ রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এবং অসম চুক্তির অন্যতম স্বাক্ষরকারী প্ৰফুল্ল কুমার মহন্ত বলেছেন,নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভায় অনুমোদন করে ভারত সরকার অসমের মানুষের সঙ্গে প্ৰতারণা করেছে। বুধবার কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভায় ক্যাব অনুমোদন করা হয়েছে। বিলটি কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভায় অনুমোদনের বাপারে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে মহন্ত বলেন,‘ক্যাব অসম চুক্তির বিরুদ্ধে যাচ্ছে। বিলটি সংসদে পাস হলে তা অসম চুক্তির বেশকটি শর্তকে লঙ্ঘন করবে। এহেন পরিস্থিতিতে অসমের খিলঞ্জিয়া মানুষের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। ‘আইএমডিটি আইনের বৈধতা নিয়ে আমরা সুপ্ৰিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেম এবং সেটি রদ করতেও সক্ষম হয়েছিলাম। কারণ ওই আইনটি রাজ্যে অবৈধ নাগরিক শনাক্তকরণ ও বহিষ্কার প্ৰক্ৰিয়ায় চরম বাঁধা হয়ে দাঁড়িয়েছিল’।

অসম চুক্তি সম্পর্কে বিভিন্ন মহল থেকে যে সমস্ত মন্তব্য করা হয়েছে সে সম্পর্কে মহন্ত বলেন,‘অসম চুক্তির অবমাননাকারী কোনও মন্তব্যই বরদাস্ত করা হবে না। কিছু লোক নিজের স্বার্থসিদ্ধির জন্য এজাতীয় মন্তব্য করে থাকতে পারেন। অসম আন্দোলনের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলেন না তার কি করে অনুভব করবেন আন্দোলনটা প্ৰকৃতপক্ষে কী ছিল? অসম আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত না থাকা এমন অনেক মানুষ রয়েছেন যারা এখন বিভিন্ন দল ও সংগঠনের নেতা। তিনি বলেন,‘বাস্তব সত্যতা হচ্ছে,১৯৭১ সালের পরে আসা অনুপ্ৰবেশকারীদের বোঝা অসমের মানুষ আর কাঁধে নিতে রাজি নন। তাঁরা মনে করেন,ঐতিহাসিক অসম আন্দোলনে শহিদ হওয়া ৮৫৫ জন শহিদের আত্মত্যাগের বিরুদ্ধে যাচ্ছে এই বিল’। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ সম্প্ৰতি অগপ-র তিন মন্ত্ৰীর সঙ্গে যে আলোচনা করেছেন সে সম্পর্কে মহন্ত বলেন,ওই বৈঠকে শাহর সঙ্গে কী কথাবার্তা হয়েছে তাঁরা তা খোলসা করেননি এখনও। ‘বিল নিয়ে কি ধরনের বোঝাপড়া হয়েছে,সে সম্পর্কে আমার কোনও ধারণা নেই’।

তবে শাহর সঙ্গে বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তিন অগপ মন্ত্ৰী পার্টি ফোরামে ক্যাব নিয়ে একপ্ৰস্থ আলোচনা করেছিলেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP protest against Citizenship Amendment Bill in Digboi

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com