এমনিতে দুচাকার বাহনে হেলমেট পরার চল রয়েছে এদেশে। এবার চার চাকার গাড়িতে চালকের হেলমেট পরা কি বাধ্যতামূলক হতে যাচ্ছে? চার চাকার গাড়ি চালাতে কেউ মাথায় হেলমেট পরেন এমন দৃশ্য সত্যিই দুর্লভ। ছবিতে এই ভদ্ৰলোকটিকে হেলমেট মাথায় নিয়েই গাড়ি চালাতে দেখা যাচ্ছে। উত্তর প্ৰদেশের আলিগড়ের বাসিন্দা এই ভদ্ৰলোকের নাম পীউস ভারসনে। তিনি দাবি করেন,একদিন হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য তাঁকে ৫০০ টাকা জরিমানা গুনতে হয়েছে। আর তখন থেকেই গাড়ি চালানোর সময় তিনি মাথায় হেলমেট পরছেন।
সংবাদ সংস্থা এএনআই-র সঙ্গে কথা বলতে গিয়ে ভারসনে জানান,গত ২৭ আগস্ট চার চাকার গাড়ি চালানোর সময় হেলমেট না পরায় তাঁকে জরিমানা হিসেবে ৫০০ টাকার ই-চালান ধরিয়ে দেওয়া হয়। অগত্যা বাধ্য হয়েই গচ্চা দিতে হয় ওই টাকা।
তিনি বলেন,‘আবার চালান পাওয়ার ভয়ে গাড়ি নিয়ে বেরুলেই আমি হেলমেট পরছি। যে চালান আমাকে দেওয়া হয়েছিল তাতে আমার গাড়ির নম্বর রয়েছে’।
তবে পুলিশের তরফে বলা হয়েছে,‘ভুল বশত ওই চালানটি ইস্যু করা হতে পারে। চালানটি ভেরিফাই করার পর পুরো বিষয়টি শুধরে নেওয়া হবে’।
ট্ৰাফিক পুলিশ সুপার আজিজুল হক সাংবাদিকদের বলেছেন,‘আমরা একজন ব্যক্তির কাছ থেকে একটা অভিযোগ পেরেছি,হেলমেট না পরার জন্য তাঁকে ই-চালান ধরিয়ে দেওয়ার। চালানে তাঁর গাড়ির নম্বরও রয়েছে। আমরা চালানটি পরীক্ষা করছি। ডাটার ভুলের জন্য বিভিন্ন সময়ে এধরনের ভুল পাওয়া গেছে। আমরা চালানটি পরীক্ষা করে ভুল হলে সেটি বাতিল করবো’।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ২০২০ সালে ব্ৰহ্মপুত্ৰের উপর হচ্ছে দেশের দীর্ঘতম সেতু
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Athletic Association holds a press conference in Guwahati | The Sentinel News | Assam News