নয়াদিল্লিঃ নাগরিকত্ব সংশোধনী আইন(ক্যা)নিয়ে দেশজুড়ে প্ৰতিবাদ চলার মধ্যেই প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার দিল্লির রামলীলা ময়দানে মুখ খুললেন। এক বিশাল সমাবেশে নতুন আইনটি নিয়ে বিভ্ৰান্তি ছড়ানোয় বিরোধীদের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তোলেন প্ৰধানমন্ত্ৰী। এদিন কড়া ভাষায় বিরোধীদের বিঁধতেও ছাড়েননি মোদি। প্ৰধানমন্ত্ৰী বলেছেন,নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিরোধীরা মানুষের ভাবাবেগকে হাতিয়ার করেছে। প্ৰধানমন্ত্ৰীর বক্তব্যের দশটি মূল পয়েন্ট নিচে তুলে ধরা হলোঃ
মোদি বলেছেন,ক্যা বিরোধী প্ৰতিবাদের নামে যে হিংসাত্মক ঘটনা ঘটানো হয়েছে তার পিছনে বিরোধী এবং আরবান নকশালদের হাত রয়েছে। দ্বিতীয়ত,সব মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বলে গুজব ছড়ানো হয়েছে। এটা মিথ্যে,মিথ্যে এবং মিথ্যে।
তৃতীয়ত, বৈচিত্ৰ্যের মধ্যে ঐক্যই হচ্ছে ভারতের বিশেষত্ব।
চতুর্থত, ক্যা কোনও ভারতীয় নাগরিকের ক্ষেত্ৰে প্ৰযোজ্য হচ্ছে না,তিনি হিন্দু অথবা মুসলিম যেই হোক না কেন।
পঞ্চমত, আমি আপনাদের অনুরোধ করছি,পুলিশের কোনও ক্ষতি করবেন না। পুলিশ সব সময় মানুষের দুর্যোগের সময় প্ৰাণ হাতে নিয়ে ঝঁপিয়ে পড়ে। আপনাকে সাহা্য্য করার সময় জাতপাত,ধর্মের কথা কখনোই ভাবে না পুলিশ।
প্ৰধানমন্ত্ৰী আরও বলেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা(ব্যানার্জি)দিদি কলকাতা থেকে সরাসরি চলে গেছে রাষ্ট্ৰপুঞ্জে। কিন্তু কয়েক বছর আগে এই মমতা দিদিই বাংলাদেশ থেকে অনুপ্ৰবেশ বন্ধ করার পক্ষে ওকালতি করেছিলেন।
অষ্টমত,‘আমার সরকারের আমলে প্ৰথম সারির মুসলিম দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে। কংগ্ৰেস এবং তার শরিক দলগুলি এটা হজম করতে পারছে না। তারা দেশে অহরহ বিভাজন সৃষ্টির চেষ্টা করে চলেছে-বলেন মোদি।
প্ৰধানমন্ত্ৰী বলেন,দিল্লির ১৭০০টির বেশি কলোনির সীমানা খুব অল্প সময়ের মধ্যে চিহ্নিত করা হয়েছে। ১২০০টি-র বেশি কলোনির ম্যাপ পোর্টেলে বসানো গেছে। সমস্যা অসীমাংসিত অবস্থায় ফেলে রাখা আমাদের কাজ নয়-বলেন প্ৰধানমন্ত্ৰী। দিল্লির শতাধিক কলোনিকে আইনি মান্যতা দিতে আমরা আপনার ধর্ম কি এবং আপনি কোনও দলকে সমর্থন করেন সেটা কি কখনোও জিজ্ঞেস করেছিলাম?
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ জাতীয় সংগীত গেয়ে ক্যা বিরোধী প্ৰতিবাদকারীদের হৃদয় জয় করলেন বেঙ্গালুরুর পুলিশ কর্তা
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Women bodies protest against CAA-2019 in Biswanath