Begin typing your search above and press return to search.

ক্যাব সোমবার লোকসভায় উত্থাপন করা হচ্ছে

ক্যাব সোমবার লোকসভায় উত্থাপন করা হচ্ছে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 Dec 2019 10:17 AM GMT

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় সরকার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)আগামি সোমবার লোকসভায় উত্থাপন করবে। সূত্ৰটি বলেছে,লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটি বৃহস্পতিবার সকালে এক বৈঠকে মিলিত হয়ে সোমবার বিলটি লোকসভায় উত্থাপনের সিদ্ধান্ত নেয়। ‘বিলটি লোকসভায় পাস হওয়ার পর তা রাজ্যসভায় তোলা হবে’-জানিয়েছে সূত্ৰটি।

কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভা গত বুধবার ক্যাব অনুমোদন করে। এরফলে বিলটি লোকসভায় উত্থাপনের পথ খুলে যায়।

এদিকে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ ক্যাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল,ছাত্ৰ সংগঠন ও সিভিল সোসাইটি গ্ৰুপের সঙ্গে গত তিনদিন নতুন দিল্লিতে টানা আলোচনা করেছেন।

তবে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এবং উত্তরপুব ছাত্ৰ সংগঠন(নেসো)এবং অন্যান্য কয়েকটি সংগঠন ক্যাবের বিরোধিতা করেছে।

‘বিলটি ঐতিহাসিক অসম চুক্তির মূল বৈশিষ্ট্যের সম্পূর্ণ পরিপন্থী। অসম এবং উত্তর পূর্বাঞ্চল কখনোই অবৈধ বিদেশিদের ডাম্পিং গ্ৰাউন্ড হতে পারে না’-বলেছেন আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। গত বুধবার আসু এবং উত্তর পুবের অন্যান্য ছাত্ৰ সংগঠনের সদস্যরা বিলের প্ৰতীকী কপি দাহ করে এর প্ৰতিবাদ জানায়।

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া(সিপিআই-এম)ও ক্যাবের বিরোধিতা করেছে। সিপিআই(এম)এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন,ধর্মের ভিত্তিতে কখনোই নাগরিকত্ব দেওয়া যায় না। ‘এই বিল সংবিধানের মূল চরিত্ৰকে লঙ্ঘন করছে’-বলেন ইয়েচুরি। তিনি আরও বলেন,বিজেপি সরকার ভোট ব্যাংকের রাজনীতি খেলছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ হায়দরাবাদে পশু চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ৪ অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mahila Congress staged protest against PM Modi-led BJP Govt in Tinsukia

Next Story
সংবাদ শিরোনাম