হায়দরাবাদে পশু চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ৪ অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত

হায়দরাবাদে পশু চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ৪ অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত

হায়দরাবাদঃ হায়দরাবাদের পশু চিকিৎসককে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ৪ অভিযুক্ত শুকুবার শেষ রাতে সাধনগরে পুলিশের গুলিতে মারা গেছে। একটি সূত্ৰ একথা জানিয়েছে। সূত্ৰটির মতে,হায়দরাবাদের ৪৪নং রাষ্ট্ৰীয় সড়কের কাছে শুক্ৰবার কাকভোরে ভেটেরিনারির চিকিৎসককে গণধর্ষণ ও হত্যাকাণ্ডে অভি্যুক্ত চারজন পুলিশের গুলিতে মারা পড়ে। ওই হাইওয়েতেই ২৬ বছর বয়সী দিশার জ্বলন্ত শব খুঁজে পাওয়া গিয়েছিল।

সূত্ৰটি জানিয়েছে,ধর্ষণ ও হত্যাকাণ্ডের চার অভিযুক্তকে শেষ রাত ৩টে নাগাদ অপরাধ স্থলে নিয়ে যাওয়া হয় ঘটনা সম্পর্কে আরও তথ্য জানার জন্য। অভি্যুক্তরা ওই সময় পালাবার চেষ্টা করার অভিযোগে পুলিশ গুলি চালায়। ‘হায়দরাবাদ ধর্ষণ ও হত্যাকাণ্ডের চার অভি্যুক্ত পুলিশের গুলিতে ঘটনাস্থলেই প্ৰাণ হারায়’। সাইবারাবাদের কমিশনার ভি সি সাজানার-এর উদ্ধৃতি উল্লেখ করে প্ৰচার মাধ্যম একথা জানিয়েছে। হায়দরাবাদের শহরতলি এলাকার একটি উপপথ থেকে ২৬ বছর বয়সী ভেটেরিনারির ডাক্তারের জ্বলন্ত দেহ গত ২৮ নভেম্বর উদ্ধার হওয়ার পর দেশ জুড়ে প্ৰতিবাদের ঝড় উঠেছিল। চার অভি্যুক্ত ওই চিকিৎসককে অশ্লীল আচরণের পর ধর্ষণ করে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর দিন ২৮ নভেম্বর হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ের একটি কালভার্টের নিচ থেকে মেয়েটির দগ্ধ দেহ উদ্ধার করা হয়।

সাইবারাবাদ পুলিশের মতে,চার অভিযুক্ত ওই চিকিৎসকের স্কুটারটির পিছনের চাকার হাওয়া ছেড়ে দিয়ে তাকে সাহা্য্যের প্ৰস্তাব দিয়েছিল। এরপর অভিযুক্তরা তাকে বলপূর্বক টোল প্লাজার কাছে একটি নিরালা স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বলা হয়েছিল শ্বাসকষ্ট হয়েই মেয়েটি মারা গেছে এবং অভিযুক্তরা পরে তাঁর দেহ পুড়িয়ে ফেলে।

উল্লেখ্য,সাইবারাবাদ পুলিশ ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত ৪ অভি্যুক্তকে ২৯ নভেম্বর গ্ৰেপ্তার করে। অভিযুক্তদের মহম্মদ আরিফ,জলুশিবা,জলু নবীন এবং চিন্তাকুন্ত চেন্নাকেশাভুলু নামে শনাক্ত করা হয়েছিল। মহম্মদ আরিফ(২৫)পেশায় গাড়ির চালক। এই মামলার প্ৰধান অভি্যুক্ত ছিল সে। নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ অভিযুক্তকে এর আগে ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mahila Congress staged protest against PM Modi-led BJP Govt in Tinsukia

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com