ভারতের প্ৰথম দৃষ্টিশক্তিহীন মহিলা আইএএস তিরুবনন্তপুরমের সাব-কালেক্টরের দায়িত্বে

ভারতের প্ৰথম দৃষ্টিশক্তিহীন মহিলা আইএএস তিরুবনন্তপুরমের সাব-কালেক্টরের দায়িত্বে

ভারতের প্ৰথম দৃষ্টিশক্তিহীন মহিলা আইএএস অফিসার প্ৰাঞ্জল পাটিল,যিনি সোমবার কেরলের তিরুবনন্তপুরম জেলার সাব-কালেক্টর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন।

প্ৰাঞ্জল পাটিল মহারাষ্ট্ৰের উলহাস নগরের বাসিন্দা। মাত্ৰ ছ’বছর বয়েসে দৃষ্টিশক্তি হারান তিনি। ২০১৬ সালে প্ৰথম সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি ৭৩৩ রেঙ্ক পান এরপর ২০১৭ সালে তাঁর রেঙ্ক দাঁড়ায় ১২৪-এ।

দায়িত্ব গ্ৰহণ করে প্ৰাঞ্জল বলেন,‘আমরা হেরে গেছি সেটা কখনওই ভাবা উচিত নয় এবং উচিত নয় হাল ছেড়ে দেওয়া। আমরা নিজের চেষ্টায়ই সাফল্য অর্জনে সক্ষম,যা আমরা হতে বা করতে চাই’।

‘আমি এই দায়িত্ব গ্ৰহণ করতে পেরে আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। কাজ শুরু করার পর জেলার এই মহকুমা সম্পর্কে আমি আরও জানতে পারবো এবং মহকুমার জন্য কী করা উচিত হবে তার পরিকল্পনা প্ৰস্তুত করতে পারবো’-বলেন তিনি। পাটিল তিরুবনন্তপুরমের মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। প্ৰাঞ্জল পাটিল সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্ৰবিজ্ঞানে স্নাতক ডিগ্ৰি অর্জন করেন এবং জেএনইউ থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস-এর উপর স্নাতকোত্তর ডিগ্ৰি লাভ করেন। কমলা মেহতা দাদর স্কুল ফর ব্লাইন্ডে তিনি পড়াশোনা করেছেন। প্ৰশিক্ষণের সময় পাটিলকে এর্নাকুলাম-এর সহকারী কালেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল।

প্ৰাক্তন জেলা কালেক্টর এবং সামাজিক ন্যায় বিভাগের সেক্ৰেটারি বিজু প্ৰভাকর তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Sewa Passenger train from Murkongselek to Dibrugarh Inaugurated

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com