Begin typing your search above and press return to search.

‘অসম চুক্তির ৬নং দফা নিয়ে উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট নিরাপদ হেফাজতে রয়েছে’

‘অসম চুক্তির ৬নং দফা নিয়ে উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট নিরাপদ হেফাজতে রয়েছে’

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Feb 2020 7:45 AM GMT

গুয়াহাটিঃ অসম চুক্তির ৬নং দফা নিয়ে বিচারপতি(অবসরপ্ৰাপ্ত)বিপ্লব কুমার শর্মার নেতৃত্বে গঠিত উচ্বচস্তরীয় কমিটির সিল করা রিপোর্ট এখন অসম চুক্তি রূপায়ণ বিভাগের(এএআইডি)নিরাপদে হেফাজতে রয়েছে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰক(এমএইচএ)অসম চুক্তির ৬নং দফা নিয়ে উচ্চস্তরীয় কমিটি গঠন করে দেওয়ার পর এখন মন্ত্ৰক ওই রিপোর্ট কবে সংগ্ৰহ করবে সেটা তাদের ওপর নির্ভর করছে।

৬নং দফা সম্পর্কে রিপোর্ট সম্পূর্ণ করার পর উচ্চস্তরীয় কমিটির একটি দল সম্প্ৰতি নতুন দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্ৰমন্ত্ৰককে রিপোর্ট সম্পূর্ণ হওয়ার কথা জানিয়েছে। তবে এব্যাপারে স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের কাছ থেকে কোনও জবাব পাওয়া যায়নি। অসমিয়াদের সাংবিধানিক রক্ষাকবচের জন্য ছয় মাসের মধ্যে প্ৰয়োজনীয় সুপারিশ তুলে ধরতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক(এমএইচএ)২০১৯ সালের ১৫ জুলাই এই উচ্চস্তরীয় কমিটি গঠন করে দিয়েছিল। তবে উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট পেশের সময়সীমা একমাস বাড়িয়ে ২০২০-র ১৫ ফেব্ৰুয়ারি ধার্য করা হয়েছিল।

বিচারপতি(অবসরপ্ৰাপ্ত)বিপ্লব কুমার দেব দ্য সেন্টিনেলকে বলেন,‘রিপোর্ট সম্পূর্ণ করা এবং তা হস্তান্তর করার জন্য আমরা স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের কাছে তিন তিনটি চিঠি পাঠিয়েছি। কিন্তু স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের কাছ থেকে এব্যাপারে কোনও জবাব আমরা এখনও পর্যন্ত পাইনি।’। তাই আমরা যথাযথভাবে রিপোর্ট সিল করে তা অসম চুক্তি রূপায়ণ বিভাগকে হস্তান্তর করেছি সেটির নিরাপদ হেফাজতের জন্য। আমাদের কর্তব্য ছিল রিপোর্ট প্ৰস্তুত করা এবং আমরা আমাদের কাজ সম্পাদন করেছি’।

এদিকে উচ্চস্তরীয় কমিটি বুধবার সন্ধ্যায় এখানে এক বৈঠকে মিলিত হয়। বৈঠক শেষে কমিটির একজন সদস্য এবং সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন,‘রিপোর্ট সম্পূর্ণ হবার পরে উচ্চস্তরীয় কমিটির চেয়ারম্যান ২০২০-র ১২,১৩ ও ১৪ ফেব্ৰুয়ারি স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের কাছে চিঠি পাঠিয়েছেন। বর্তমানে এই রিপোর্ট অসম চুক্তি রূপায়ণ বিভাগের নিরাপদ হেফাজতে রয়েছে’।

অসম চুক্তির ৬নং দফায় অসমিয়া মানুষের সাংবিধানিক,আইনগত এবং প্ৰশাসনিক রক্ষাকবচের কথা বলা হয়েছে। তাছাড়া অসমিয়া মানুষের সাংস্কৃতিক,সামাজিক,ভাষিক অস্তিত্ব ও পরম্পরার সুরক্ষা,সংরক্ষণ ও উন্নয়নেরও প্ৰস্তাব রাখা হয়েছিল ওই দফায়।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যুর দাবিতে সুপ্ৰিম কোর্টে যাচ্ছে আমসু

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Biofloc fish farming introduced in Bongaigaon’s Bijni, Watch here

Next Story
সংবাদ শিরোনাম