Begin typing your search above and press return to search.

স্মার্ট সিটি প্ৰকল্প রূপায়ণ নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্ৰী

স্মার্ট সিটি প্ৰকল্প রূপায়ণ নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্ৰী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Sep 2019 12:12 PM GMT

গুয়াহাটিঃ স্মার্ট সিটি প্ৰকল্প রূপায়ণ নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার জনতাভবনে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের পৌরোহিত্যে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বেশকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরী গুয়াহাটির সৌন্দর্য বৃদ্ধির অভি্যান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে। এদিনের এই বৈঠকে যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলির তালিকায় রয়েছে গুয়াহাটির লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক(এলজিবিআই)বিমান বন্দরের প্ৰবেশ পথে এবং খানাপাড়ায় বড় আকারের তোরণ নির্মাণ,যাতে প্ৰতিফলিত হবে রাজ্যের ঐতিহ্যপূর্ণ পরম্পরার ছবি। তাছাড়া শহরের বি বরুয়া ক্যান্সার ইন্সটিটিউটের কাছে একটি স্টেট অফ আর্ট স্টেডিয়াম নির্মাণ যাতে ইনডোর ও আউটডোর গেমসের সুবিধা থাকবে। ব্ৰহ্মপুত্ৰ তীরে ১.৩ কিলোমিটার দীর্ঘ একটি দর্শনীয় সেতু নির্মাণেরও সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বৈঠকে।

মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বৈঠক চলাকালে গুয়াহাটি উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের শহরের গৃহহীন লোকেদের চিহ্নিত করার জন্য জরিপ চালানোর নির্দেশ দেন। শহরের এই সমস্ত গৃহহীন মানুষ যাতে রাতের বেলায় ছাদের নিচে আশ্ৰয় নিতে পারেন তার জন্য উড়াল সেতুগুলোর তলায় উপযুক্ত সেনিটারি টয়লেট এবং অন্যান্য আধুনিক সুবিধা-র ব্যবস্থা করতে গুয়াহাটি উন্নয়ন বিভাগকে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্ৰী উড়াল সেতুগুলোর মধ্যভাগে নিচের যে সমস্ত অংশ ফাঁকা রয়েছে সেইসব স্থানে ডাবল পার্কিঙের ব্যবস্থা করতেও গুয়াহাটি উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এছাড়াও এদিনের বৈঠকে শহরের সড়কগুলোতে স্বয়ংক্ৰিয় ট্ৰাফিক সিগনালের ব্যবস্থা করারও সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্ৰী গুয়াহাটির পাশ ঘেঁষে থাকা দীপর বিলের সীমানা ক্ষিপ্ৰতার সঙ্গে নির্ধারণ করে প্ৰয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগটিকে নির্দেশ দিয়েছেন। দীপর বিলের জল দূষণ মুক্ত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্মার্ট সিটি প্ৰকল্পের অধীনে মহানগরীর শরণিয়া পাহাড়ের ওপর থাকা গান্ধী মণ্ডপের সৌন্দর্য বর্ধনের পরিপ্ৰেক্ষিতে আগামি ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে সেটি জনগণের উদ্দেশে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এক সরকারি বিবৃতিতে এখবর জানানো হয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নিষেধাজ্ঞা সত্ত্বেও কলেজ শিক্ষকরা ঢালাও প্ৰাইভেট টিউশন করছেন

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Minor Girl Gang Raped in Diphu, Three held | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম