প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী জেটলির মৃত্যুতে মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের শোক

গুয়াহাটিঃ প্ৰাক্তন কেন্দ্ৰীয় অর্থ ও প্ৰতিরক্ষা মন্ত্ৰী অরুণ জেটলির মৃত্যুতে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল গভীর শোক ’প্ৰকাশ করেছেন। আজ দিল্লির এইমসে জেটলির মৃত্যু হয়।
এক বিবৃতিতে সোনোয়াল বলেন,‘প্ৰাক্তন কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী জেটলির মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে দুঃখিত। তিনি ছিলেন এক প্ৰেরণা ও পথ প্ৰদর্শক এবং নতুন ভারত গড়ায় তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো,সেই সঙ্গে যবনিকা পড়লো ভারতীয় রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের’।
প্ৰয়াত জেটলি ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা এবং একজন উল্লেখযোগ্য সাংসদবিদ। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর স্থপতি ছিলেন তিনি-বলেন সোনোয়াল। দেশের অর্থমন্ত্ৰী থাকাকালে বিমুদ্ৰাকরণের মতো পদক্ষেপ ও জিএসটি প্ৰবর্তনের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
মুখ্যমন্ত্ৰী আরও বলেন,প্ৰতিরক্ষা,কর্পোরেট বিষয়ক,শিল্পও বাণিজ্য ও আইনের ক্ষেত্ৰে প্ৰয়াত জেটলি সাফল্যের ছাপ রেখে গেছেন।
মুখ্যমন্ত্ৰী তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জানিয়েছেন।
আজ হোজাইয়ে এক জনসভায় অণ্গশগ্ৰহণের সময় মুখ্যমন্ত্ৰী প্ৰয়াত জেটলির প্ৰতি শ্ৰদ্ধা জানান। তিনি যুব সমাজকে জেটলির আদর্শ অনুসরণ করে সর্বাস্তকরণে দেশ গড়ার কাজে অবদান রাখতে বলেন।
উল্লেখ্য,বিজেপির অসম প্ৰদেশ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে,প্ৰাক্তন কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী তথা বরিষ্ঠ বিজেপি নেতা অরুণ জেটলির মৃত্যুতে তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানাতে আজ গুয়াহাটিতে দলের কার্যালয়ে এক শোকসভার আয়োজন করা হয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ প্ৰাক্তন অর্থমন্ত্ৰী অরুণ জেটলি চলে গেলেন
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: CRPF seized 10 kg of Ganja in Sivasagar | The Sentinel News | Assam News