হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধী নয় কংগ্ৰেসঃ অভিষেক সিংভি

হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধী নয় কংগ্ৰেসঃ অভিষেক সিংভি

নয়াদিল্লিঃ নাগরিকত্ব সংশোধনী আইনের(ক্যা)আগাগোড়া বিরোধিতা করা নিয়ে তাদের বিরুদ্ধে যে দাবি উঠেছে,কংগ্ৰেস পর্যায় ক্ৰমে তা অস্বীকার করেছে। দল বলেছে,সংশোধিত আইনে একটা সম্প্ৰদায়কে এর আওতার বাইরে রাখার জন্যই আইনটির বিরোধিতা করেছে তারা। দলের বরিষ্ঠ মুখপাত্ৰ অভিষেক সিংভি রবিবার বলেছেন যে কংগ্ৰেস হিন্দুদের নাগরিকত্ব মঞ্জুর করার বিরোধিতা করছে না। সিংভি বলেন,‘কংগ্ৰেস এমন একটা দল যারা বরাবরই চেয়েছে হিন্দু এবং অন্যান্য সম্প্ৰদায়কেও নাগরিকত্ব দেওয়া হোক। ‘নির্দিষ্ট একটা সম্প্ৰদায়কে কেন নাগরিকত্ব দেওয়া হবে? আর এরজন্যই আমরা এই আইনের বিরোধিতা করেছি। একটা রাজনৈতিক দল হিসেবে আমার এটাই প্ৰশ্ন’।

তিনি কেন্দ্ৰকে আক্ৰমণ করে বলেন,ইস্যুটি নিয়ে তারা জনগণকে ভুল পথে পরিচালিত করছে। ‘সারা দেশের সিভিল সোসাইটি ইস্যুটি নিয়ে লাগাতার প্ৰশ্ন তুলছে। কিন্তু সরকার বিভ্ৰান্তিজনক বিবৃতি দিচ্ছে। ‘সরকার কেন শ্ৰীলংকা,নেপাল এবং মায়ানমারের হিন্দুদের অবজ্ঞা করলো-বলেন সিংভি।

কংগ্ৰেস মুখপাত্ৰ আরও বলেন,সরকারের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। সস্তা রাজনীতির জন্য সরকার সমাজে বিভাজন আনার চেষ্টা করছে বলে তিনি অভি্যোগ করেন। যে সমস্ত রাজ্য ক্যার বিরোধিতা করছে কংগ্ৰেস নেতা তাদের পক্ষেই সাফাই গেয়েছেন। ‘কিছু রাজ্য ইতিমধ্যেই ক্যার বিরোধিতা করছে এবং কোনও কোনও রাজ্য আবার ওই আইনের বিরুদ্ধে সুপ্ৰিম কোর্টে পিটিশনও দাখিল করেছে। ওই সব পিটিশনে সংবিধানের ১৩১ ধারার অধীনে নতুন আইনটির বিরুদ্ধে চ্যালেঞ্জও জানানো হয়েছে-উল্লেখ করেন তিনি।

রাজ্যগুলি ক্যার বিরোধিতা করতে পারে না বলে কপিল সিবাল শনিবার যে কথা বলেছিলেন সে সম্পর্কে এক প্ৰশ্নের জবাবে সিংভি বলেন,সিবাল ইস্যুটি নিয়ে ইতিমধ্যেই স্পষ্টীকরণ দিয়েছেন। সিবাল তার এক ট্যুইটে বলেছেন,‘আমি বিশ্বাস করি ক্যা অসাংবিধানিক। প্ৰতিটি রাজ্য বিধানসভার সংবিধানিক অধিকার রয়েছে প্ৰস্তাব পাস করে ক্যা প্ৰত্যাহারের দাবি জানানোর। সুপ্ৰিম কোর্ট আইনটি সাংবিধানিক বলে ঘোষণা করলে এর বিরোধিতা করায় সমস্যা দেখা দেবে। তবে এর বিরুদ্ধে লড়াই জারি থাকা উচিত’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Morigaon MLA Rama Kanta Deuri’s escort vehicle hit an E-Rickshaw, one seriously injured.

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com