এই দেশ হিন্দুর,বললেন আরএসএস প্ৰধান মোহন ভাগবত

এই দেশ হিন্দুর,বললেন আরএসএস প্ৰধান মোহন ভাগবত

বেরিলি(উত্তরপ্ৰদেশ): এই দেশ হিন্দুদের। রাষ্ট্ৰীয় স্বয়ং সেবক সংঘের(আরএসএস)কর্মীরা সচরাচর এমন কথাই বলে থাকেন। একথার মানে বোঝাতে গিয়ে আরএসএস প্ৰধান মোহন ভাগবত রবিবার বলেন,দেশের ১৩০ কোটি মানুষ আসলে হিন্দু। তিনি পরিষ্কার ভাষায় বলেন,এটা হিন্দুর দেশ। দেশের সবাই হিন্দু। এর অর্থ এটা নয়,অন্য ধর্মাবলম্বী কারোর ধর্ম পাল্টে দেওয়া হচ্ছে। এতে কারো ধর্ম,ভাষা,বর্ণ,জাতপাত পাল্টে দেওয়ার কথা আদৌ বলা হচ্ছে না।

‘আরএসএস-এর অঙ্গুলি হেলনে কেন্দ্ৰের বিজেপি সরকার চলছে বলে বিরোধীরা প্ৰায়ই অভিযোগ করে থাকেন। এই ভ্ৰান্ত ধারণা ঘোচাতে সংঘ প্ৰধান ভাগবত বলেন,সংবিধানের ঊর্ধ্বে কিছু নেই। তাছাড়া সংবিধান ডিঙিয়ে ক্ষমতার কোনও কেন্দ্ৰবিন্দু আমাদের কাম্য নয়’। তাঁর মোদ্দা কথা সংবিধানের ঊর্ধ্বে কিছু হতে পারে না। তাই সংবিধানের প্ৰতি গভীর আস্থা রয়েছে সংঘের-বলেন তিনি। তাঁর মতে,হিন্দুত্ব হচ্ছে একটা পবিত্ৰ প্ৰস্তাব। এটা একটা আধ্যাত্মিক ধারণা এবং আমরা বিশ্বাস করি আমাদের পূর্বসূরিরা সবাই হিন্দু ছিলেন। এটাই হচ্ছে ভারতে বৈচিত্ৰ্যের মধ্যে ঐক্য এবং আবেগিক সংহতির এক প্ৰকাশ।

ভাগবত বলেন,সংবিধানের ওপর ভর করেই দেশ চলছে যাতে দেশের উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা রয়েছে। ‘আপনি যদি সংবিধান আগাগোড়া পড়েন তাহলে এটা অনুধাবন করতে পারবেন এর পৃষ্ঠায় পৃষ্ঠায় দেশের জন্য অনুপ্ৰেরণার কথাই লেখা আছে’-বলেন তিনি। সংবিধানই আমাদের শুরু ও অভীষ্ঠ লক্ষ্যে পৌছনোর পথ দেখিয়ে দেবে-বলেন ভাগবত।

তিনি বলেন,ইজরায়েল থেকে আমাদের শিক্ষা গ্ৰহণের প্ৰয়োজন রয়েছে। এই দেশটি স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছে। বর্তমানে বিশ্বের অগ্ৰণী দেশের তালিকায় উঠে এসেছে ইজরায়েল।

জনসংখ্যা নিয়ন্ত্ৰণ সম্পর্কে তাঁর এক বিবৃতি ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সে ব্যাপারে স্পষ্টীকরণ দিয়ে ভাগবত বলেন,আমি শুধু বলেছিলেম জনসংখ্যা একটা সমস্যা

এবং পাশাপাশি এটা একটা সম্পদও বটে। এই বিষয়টি মাথায় রেখেই জনসংখ্যা সম্পর্কে নীতি নির্ধারণ করতে হবে। এই নীতিই সূচিত করবে একজন ব্যক্তির কটি সন্তান থাকা উচিত। আমি জনসংখ্যা নিয়ন্ত্ৰণে কোনও নিয়ম বেঁধে দেইনি,কারণ এ কাজের দায়িত্ব আমার নয়’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Morigaon MLA Rama Kanta Deuri’s escort vehicle hit an E-Rickshaw, one seriously injured.

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com