করোনা প্ৰাদুর্ভাবঃ ৩০ জুন অবধি সেনিটাইজারের মূল্য একশো টাকায় রাখার নির্দেশ

করোনা প্ৰাদুর্ভাবঃ ৩০ জুন অবধি সেনিটাইজারের মূল্য একশো টাকায় রাখার নির্দেশ

গুয়াহাটিঃ করোনা ভাইরাস প্ৰাদুর্ভাবের পরিপ্ৰেক্ষিতে ভারত সরকার আগামি ৩০ জুন পর্যন্ত রাবিং অ্যালকোহল এবং হ্যান্ড সেনিটাইজারের মূল্য অপরিবর্তিত রাখার নির্দেশ জারি করেছে। এক সরকারি নির্দেশনায় বলা হয়েছে যে দুশো মিলিলিটার পরিমাণের এক একটা সেনিটাইজার বোতলের দাম খুচরো বাজারে একশো টাকার বেশি হতে পারবে না।

একইভাবে হিন্দুস্তান ইউনিলিভার লাইফবয় এবং ডোমেক্স ব্ৰ্যান্ডের রাবিং অ্যালকোহলের মূল্য হ্ৰাস করেছে। এসম্পর্কে কেন্দ্ৰীয় গ্ৰাহক বিষয়ক দপ্তরের মন্ত্ৰী রামবিলাস পাসোয়ান এক টুইটারে বলেছেন যে করোনা সংক্ৰমণের প্ৰতি লক্ষ্য রেখে গত ৫ মার্চ পর্যন্ত উৎপাদন করা রাবিং অ্যালকোহলের দাম আগামি ৩০ জুন অবধি স্থির রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ হ্যান্ড সেনিটাইজার এবং রাবিং অ্যালকোহলের মূল্য নিয়ন্ত্ৰণে রাখতে সাহা্য্য করবে। একইসঙ্গে মন্ত্ৰী আরও বলেছেন যে আগামি ৩০ জুন অবধি দুশো মিলিলিটার পরিমাণের এক একটা সেনিটাইজার বোতলের দাম খুচরো বাজারে একশো টাকার বেশি হতে পারবে না। সারা দেশে এই দামেই সেনিটাইজার উপলব্ধ হবে।

অন্যদিকে,করোনা আক্ৰান্ত রোগীর সংখ্যা ভারতে দিনদিনই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির প্ৰতি লক্ষ্য রেখে বৃহত্তর গুয়াহাটি বিহু সম্মিলনী সমন্বয়য়রক্ষী কমিটি রাজধানী শহর গুয়াহাটিতে আসন্ন রঙালি বিহুর কর্মসূচি বাতিল করেছে। মারাত্মক করোনা ভাইরাস সংক্ৰমণের প্ৰতি লক্ষ্য রেখে ২৫টি বিহু কমিটির কর্মকর্তারা এক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন। গুয়াহাটি বিহু সম্মিলনীর কর্মকর্তা সনাতন দাস একথা ব্যক্ত করে বলেন,অসমের সব বিহু কমিটিকে বিহুর সাংস্কৃতিক কর্মসূচি বাতিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অবশ্য আবহাওয়া,পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ এপ্ৰিল গরু বিহুর দিন বিহু কমিটিগুলো শুধু মাঙ্গলিক কর্মসূচি হিসেবে পতাকা উত্তোলন ও স্মৃতি তর্পণ কর্মসূচি রূপায়ণ করবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Fear of Coronavirus has decreased Market sales in Guwahati.

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com