প্ৰচুর পরিমাণে জন পানে নতুন করোনার জীবাণু বেরিয়ে যাওয়ার কোনও প্ৰমাণ নেইঃ হু

প্ৰচুর পরিমাণে জন পানে নতুন করোনার জীবাণু বেরিয়ে যাওয়ার কোনও প্ৰমাণ নেইঃ হু

গুয়াহাটিঃ করোনা ভাইরাস নিয়ে চারদিকে কিছু প্ৰশ্ন ও কল্প কাহিনি ভেসে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)নতুন করোনা ভাইরাসকে ঘিরে কিছু বিষয় ও প্ৰশ্নের জবাব তুলে ধরেছে।

প্ৰশ্নঃ সুইমিং পুলে সাঁতার কাটলে করোনা ভাইরাসে আক্ৰান্ত হওয়ার সম্ভাবনা আছে কি?

জবাবে,ডব্লিউএইচও(হু)বলেছে,সাঁতার কাটা একটা ভালো অভ্যেস। ভালোভাবে রাখা এবং ক্লোরিনযুক্ত পুলে সাঁতার কাটা নিরাপদ। তবে জনাকীর্ণ এলাকা বা ভিড় থাকা সুইমিং পুল এড়িয়ে চলা উচিত। এমন কি সাঁতার কাটার স্থানে হাঁচি বা কাশি থাকা লোকেদের থেকে ১ মিটার দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছে হু।

প্ৰশ্নঃ রসাল খাবার বা তরকারি কোভি-১৯ থেকে সুরক্ষা দেয় কি?

জবাবে বলা হয়েছে রসালো খাবার বা তরকারি ওই ভাইরাস থেকে রক্ষা করে এমন কোনও বৈজ্ঞানিক প্ৰমাণ নেই।

নিজেকে রক্ষা করতে সাবান এবং জল বা অ্যালকোহল ভিত্তিক সেনিটাইজার দিয়ে নিয়মিত হাত ধুয়ে নিন। কাশি হলে আপনার বাঁকানো কনুই বা টিস্যু দিয়ে মুখ ও নাক ঢেকে রাখুন এবং তারপর টিস্যুটিকে সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করুন। কারো হাঁচি বা কাশি থেকে এক মিটার দূরত্বে থাকুন।

প্ৰশ্নঃ প্ৰতি ১৫ মিনিট অন্তর প্ৰচুর জনপান করোনা জীবাণু বের করে এবং কোভিড-১৯ থেকে সুরক্ষা দেয় কি?

জবাবে বলা হয়েছে,প্ৰচুর জলপান করোনা জীবাণু বেরিয়ে আসার কোনও প্ৰমাণ নেই। তবে,সাধারণভাবে সুস্বাস্থ্যের জন্য প্ৰতিদিন ৮ গ্লাস জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

প্ৰশ্নঃ লেবু বা হলুদ কি কোভিড-১৯ প্ৰতিরোধ করে?

এর জবাবে বলা হয়েছে লেবু বা হলুদ কোভিড-১৯ প্ৰতিরোধ করার কোনও বৈজ্ঞানিক প্ৰমাণ নেই।

তবে ডব্লিউএইচও(হু)স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবে প্ৰচুর ফল ও শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়ে আসছে।

প্ৰশ্নঃ সূর্যের আলো কি করোনার জীবাণু ধ্বংস করে?

জবাবে হু বলেছে,সূর্য কিরণ করোনার জীবাণু ধ্বংস করার কোনও প্ৰমাণ নেই।

প্ৰশ্নঃ শীতল খাবার বা আইসক্ৰিম খেলে করোনা ভাইরাস ছড়ায় কি?

হু বলেছে,শীতল খাবার বা আইসক্ৰিম করোনা ছড়ানোর বৈজ্ঞানিক কোনও প্ৰমাণ নেই।

প্ৰশ্নঃ শুকনো কাশি কি কোভিড-১৯-এর লক্ষণ?

জবাব বলা হয় না,এটা ঠিক নয়।

প্ৰশ্নঃ মুরগির মাংস বা চিকেন খেলে করোনা ভাইরাস ছড়ায় এটা কি সত্য?

হু জবাবে বলেছে,স্বাস্থ্যসম্মতভাবে প্ৰস্তুত ও ভালো পরে রান্না করা মুরগির মাংস নিরাপদ এবং এটা করোনা ছড়ানোর কারণ নয়।

প্ৰশ্নঃ আম খেলে করোনা নিরাময় হয় কারণ ফলের এসিডগুলো এটা মেরে ফেলে।

জবাবে হু বলেছে,আম করোনার জীবাণু মেরে ফেলার বৈজ্ঞানিক কোনও প্ৰমাণ নেই। তবে হু স্বাস্থ্যকর ডায়েট হিসেবে পর্যাপ্ত ফল ও শাকসবজি খাওয়ার পরামর্শ রাখে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Fear of Coronavirus has decreased Market sales in Guwahati.

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com