Begin typing your search above and press return to search.

করোনা ভাইরাসঃ কেরলের হোটেলে কোয়ারেন্টাইন থেকে ফেরার অসমের এক ব্যক্তি

করোনা ভাইরাসঃ কেরলের হোটেলে কোয়ারেন্টাইন থেকে ফেরার অসমের এক ব্যক্তি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 March 2020 8:56 AM GMT

গুয়াহাটিঃ কোভিড-১৯-এর লক্ষণ দেখা দেওয়ার পর কেরলের একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকাকালে অসমের এক ব্যক্তি তার অন্য দুই সহযোগী সহ গত ১৬ মার্চ পালিয়ে এসেছেন। ওই ব্যক্তিটি ট্ৰেনে চেপে তাঁর নিজের রাজ্যে ফিরছেন বলে সন্দেহ করা হচ্ছে।

রিপোর্ট অনু্যায়ী,অসমের যে ব্যক্তিটি অন্যান্য যে দুজনের সঙ্গে পালিয়েছেন তাদের একজন ওড়িশার এবং অন্যজন পশ্চিমবঙ্গের। মরিগাঁওয়ের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা প্ৰচার মাধ্যমকে বলেছেন ‘কেরল পুলিশ কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যাওয়া ওই তিন ব্যক্তির কথা আমাদের জানিয়েছে। এদের একজন মরিগাঁও জেলার লাহরিঘাটের বাসিন্দা হতে পারেন’।

‘আমরা তাঁর মোবাইল ফোন ট্ৰ্যাক করেছি। এর ওপর ভিত্তি করে আমাদের বিশ্বাস ওই ব্যক্তিটি ট্ৰেনে চেপে অসমে আসছেন’-বলেন ডেকা।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিব্ৰুগড়ে করোনায় আক্ৰান্তের রিপোর্ট নেই,বললেন সরকারি আধিকারিকরা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: KMSS leader Akhil Gogoi granted bail as NIA fails to submit charge-sheet

Next Story
সংবাদ শিরোনাম