Begin typing your search above and press return to search.

গোমূত্ৰ,গোবর করোনা ভাইরাস আক্ৰান্তকে আরোগ্য করে,দাবি বিধায়িকা হরিপ্ৰিয়ার

গোমূত্ৰ,গোবর করোনা ভাইরাস আক্ৰান্তকে আরোগ্য করে,দাবি বিধায়িকা হরিপ্ৰিয়ার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 March 2020 6:59 AM GMT

গুয়াহাটিঃ বিশ্বব্যাপী ত্ৰাস সৃষ্টিকারী করোনা ভাইরাস প্ৰতিরোধ করে গোমূত্ৰ এবং গোবর। এই দাবি অসমের একজন বিজেপি বিধায়িকার। হাজো কেন্দ্ৰের বিজেপি বিধায়িকা সুমন হরিপ্ৰিয়া দাবি করেছেন গোমূত্ৰ পান করালে এবং গোবর খাওয়ালে করোনা ভাইরাসে আক্ৰান্ত ব্যক্তি আরোগ্য হয়। যে সময়ে বিশ্বজুড়ে এই মারণ রোগ জীবাণুর প্ৰতিষেধক উদ্ভাবনের উদ্দেশ্যে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন তেমন সময়ে এই দাবি করলেন বিধায়িকা হরিপ্ৰিয়া। বিধানসভার বাজেট অধিবেশনের সময় মঙ্গলবার রাজ্য থেকে গরু চোরাচালানের প্ৰসঙ্গটি নিয়ে চর্চা হয়। এই চর্চার সময় বিজেপি বিধায়িকা মন্তব্য করেন গোবর এবং গোমূত্ৰ করোনা ভাইরাস প্ৰতিরোধ করে। নিজের দাবির সমর্থনে হরিপ্ৰিয়া বলেন,‘আমরা সবাই জানি গোবর অত্যন্ত সহায়কারী। একইভাবে গোমূত্ৰ কোনও স্থানে ছিটিয়ে দিলে সেই স্থান বিশুদ্ধ হয়। ‘আমি বিশ্বাস করি গোমূত্ৰ ও গোবর এভাবে ব্যবহার করে করোনা ভাইরাস নিরাময় করা যাবে’। অতীতে মুনি,ঋষিরা গোবর ব্যবহার করে যজ্ঞ করতেন। তাতে যজ্ঞ স্থল থেকে পাঁচ কিলোমিটার ব্যবধানের পরিসর পবিত্ৰ বলে গণ্য করা হতো। আমাদের সরকারও গোমুত্ৰ ও গোবরের মাধ্যমে এই মারাত্মক রোগ জীবাণু প্ৰতিরোধের চেষ্টা করা উচিত’। হরিপ্ৰিয়া আরও বলেন,গুজরাটের একটি আয়ুর্বেদিক চিকিৎসালয়ে গোমূত্ৰের সাহায্যে কর্কট রোগীর চিকিৎসা করা হয়। গোমূত্ৰের সাহা্য্যে চিকিৎসা করে কর্কট রোগও সারানো যায় বলে তিনি দাবি করেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজ্য বাজেটকে স্বাগত জানাল বিভিন্ন চা সংস্থা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: NDFB-S General Secretary B R Ferenga likely to join UPPL party soon

Next Story