কোভিড-১৯ প্ৰতিরোধে সভা,সমাবেশ স্থগিত রাখতে জেলাশাসকদের বার্তা দিশপুরের

কোভিড-১৯ প্ৰতিরোধে সভা,সমাবেশ স্থগিত রাখতে জেলাশাসকদের বার্তা দিশপুরের

গুয়াহাটিঃ রাজ্য স্বাস্থ্য বিভাগ এ সময়ে সব জেলাশাসকদের তাদের সংশ্লিষ্ট জেলায় সভা এবং জনসমাবেশে স্থগিত রাখার পদক্ষেপ নিতে এসওএস বার্তা পাঠিয়েছে। মারণ রোগ জীবাণু নোভেল করোনা ভাইরাস প্ৰতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্ৰহণের জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।

‘ওই বার্তায় জেলাশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন এসময়ে নিজের জেলায় সভা,সমাবেশ ইত্যাদি স্থগিত রাখেন। জনস্বাস্থ্যের ক্ষেত্ৰে জরুরি অবস্থার কথা মাথায় রেখে নির্বাচিত প্ৰতিনিধি এবং সেইসঙ্গে অন্যান্য সংস্থাকে তদনুসারে পরামর্শ দেওয়ার সুপারিশ রাখা হয়েছে ওই বার্তায়’। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কমিশনার এবং সচিব এক সরকারি নির্দেশিকায় একথা বলেছেন।

অন্যদিকে,সমাজ কল্যাণ বিভাগের সচিব সব জেলাশাসকদের তাদের সংশ্লিষ্ট জেলায় আসন্ন গণসমাবেশগুলো বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছেন। নোভেল করোনা ভাইরাসের সংক্ৰমণ ঠেকাতে জেলাশাসকদের এধরনর সমাবেশে লাগাম পরাতে বলা হয়েছে। এধরনের কোনও সমাবেশে যদি আয়োজন করা হয় তাহলে উদ্যোক্তাদের কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে তাদের গাইড করতে প্ৰয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্ৰহণ করবে রাজ্য। কোভিড-১৯ সহ ইনফ্লুয়েঞ্জার মত রোগ ও স্বাসকষ্টজনিত গুরুতর রোগ এড়িয়ে চলতে প্ৰতিরোধমূলক সরঞ্জাম ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে। সমাজকল্যাণ বিভাগের সচিব জেলাশাসকদের জানিয়েছেন একথা।

অন্যদিকে,বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)এন৯৫ মাস্ক এবং সেনিটাইজারস ব্যবহার করার সুপারিশ করেছে,নোভেল করোনা ভাইরাস প্ৰতিরোধে। বর্তমানে শহরে এই প্ৰতিরোধ সামগ্ৰীগুলোর স্টক ফুরিয়ে গেছে। একজন ব্যক্তি তার দিল্লিতে অধ্যয়নরত কন্যার জন্য এধরনের মাস্ক ও সেনিটাইজারস সংগ্ৰহ করে তা কুরিয়ারে দিল্লিতে পাঠিয়েছেন,রাজধানী শহরে এ জাতীয় সামগ্ৰীর সরবরাহ কম থাকায়। মাস্ক এবং সেনিটাইজারের অভাবের কথা স্বীকার করে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্ৰতিমন্ত্ৰী পীযুষ হাজরিকা বলেন,জনগণ বারকয়েক সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে এবং সাধারণ মাস্ক ব্যবহার করে নিজের স্বাস্থ্যের প্ৰতি খেয়াল রাখতে পারেন। বাজারে এন ৯৫ মাস্কের অভাব হেতু সাধারণ মাস্কও ব্যবহার করা যাবে-বলেন হাজরিকা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Doul Govinda Temple agog as Holi begins

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com