ডেপুটি কমিশনার,তিনসুকিয়া রিক্ৰুটমেন্ট ২০২০

ডেপুটি কমিশনার,তিনসুকিয়া রিক্ৰুটমেন্ট ২০২০
ডেপুটি কমিশনার এবং চেয়ারম্যান,ডিডিএমএ,তিনসুকিয়া ফিল্ড অফিসার,ডিজেস্টার মানেজমেন্ট ২০২০ পদের জন্য আবেদনপত্ৰ আহ্বান করেছে। আগ্ৰহী প্ৰার্থীদের প্ৰয়োজনীয় টেস্টিমনিয়েলস সহ স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডুমডুমা রাজস্ব সার্কলে ফিল্ড আফিসার,ডিজেস্টার মানেজমেন্ট পদের জন্য আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।
পদের নামঃ ফিল্ড অফিসার
বয়সঃ ২১ থেকে ৩৫
বেতনঃ ২০০০০ টাকা প্ৰতিমাসে
শেষ তারিখঃ ০৭-০২-২০২০(বিকেল ৩ টার মধ্যে)
বাছাইঃ লিখিত পরীক্ষা/কম্পিউটার টেস্ট/সাক্ষাৎকার
ঠিকানাঃ স্ট্যান্ডার্ড ফরম্যাটে আবেদন পূরণ করে প্ৰয়োজনীয় টেস্টিমনিয়েলস সহ দ্য ডেপুটি কমিশনার অ্যান্ড চেয়ারম্যান,ডিডিএমএ তিনসুকিয়া,০/০ দ্য ডেপুটি কমিশনার,তিনসুকিয়া এই ঠিকানায় পাঠাতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞানে স্নাতক ডিগ্ৰি স্ট্যাটেটিক্স,ভূগোল,পরিবেশ বিজ্ঞান অথবা জিওলজি বিষয় হিসেবে থাকতে হবে। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা আর্কিটেকচারে ডিপ্লোমা অথবা যে সব প্ৰার্থীদের বিসিএ কিংবা কম্পিউটার কোর্সে সমপর্যায়ের পাঠক্ৰম সম্পূর্ণ হয়েছে তারাও আবেদন করতে পারবে।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আর্য্য বিদ্যাপীঠ কলেজ রিক্ৰুটমেন্ট ফর অ্যাসিস্টান্ট প্ৰফেসর