পাশা উল্টে মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী পদে শপথ নিলেন দেবেন্দ্ৰ ফড়নবিশ

পাশা উল্টে মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী পদে শপথ নিলেন দেবেন্দ্ৰ ফড়নবিশ

মহারাষ্ট্ৰে রাজনীতির পাশা সম্পূর্ণ পাল্টে গেছে। ভারতীয় জনতা পার্টির(বিজেপি)নেতা দেবেন্দ্ৰ ফড়নবিশ আজ মুম্বইয়ের রাজভবনে মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিয়েছেন। এনসিপি নেতা অজিত পাওয়ার শপথ নিয়েছেন উপ মুখ্যমন্ত্ৰী হিসেবে। শনিবার সাতসকালেই শপথ গ্ৰহণের পালা চুকিয়ে ফেলা হয়। মহারাষ্ট্ৰে সরকার গড়া নিয়ে দুম করে পাশা উল্টে যাওয়ার ঘটনায় শরদ পাওয়ার,শিবসেনা এবং অন্যান্য দলের নেতারা রীতিমতো স্তম্ভিত। কারণ ন্যাশনাল কংগ্ৰেস পার্টির(এনসিপি)সভাপতি শরদ পাওয়ার কয়েক ঘন্টা আগে নিশ্চিত করেছিলেন যে শিবসেনা প্ৰধান উদ্ধব ঠাকরেই মহারাষ্ট্ৰের পরবর্তী মুখ্যমন্ত্ৰী হচ্ছেন। শরদ পাওয়ার লক্ষ্য করেছেন তাঁর ভাইপো অজিত পাওয়ারই তার সাজানো বাগান তছনছ করে দিয়েছেন। এতে প্ৰচণ্ড ক্ষিপ্ত হয়ে এবং হতাশার সঙ্গে টুইটারে শরদ পাওয়ার বলেছেন,‘মহারাষ্ট্ৰে সরকার গড়ার জন্য বিজেপিকে সমর্থন দেওয়ার যে সিদ্ধান্ত অজিত পাওয়ার নিয়েছেন সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,ন্যাশনালিস্ট কংগ্ৰেস পার্টির(এনসিপি)নয়। আমরা তাঁর ওই সিদ্ধান্তকে সমর্থন অথবা অনুমোদন জানাবো না’।

এদিকে,দেবেন্দ্ৰ ফড়নবিশ এই নিয়ে উপর্যুপরি দুবার মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী হলেন। এরআগে ২০১৪ সালের ৩১ অক্টোবর ফড়নবিশ প্ৰথমবার রাজ্যের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিয়েছিলেন। শপথ গ্ৰহণের পর মুখ্যমন্ত্ৰী বলেন,‘জনগণ আমাদের পক্ষে পরিষ্কার রায় দিয়েছেন,কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণার পর শিবসেনা অন্য দলের সঙ্গে জোট গড়ার চেষ্টা চালায়। এরই পরিণতিতে রাজ্যে রাষ্ট্ৰপতি শাসন চাপানো হয়। মহারাষ্ট্ৰে একটা স্থিতিশীল সরকারের প্ৰয়োজন,খিচুড়ি সরকার নয়’।

২৮৮ সদস্যের বিধানসভার নির্বাচনে বিজেপি ১০৫টি আসন জেতে এবং শিবসেনা পায় ৫৬টি আসন। এছাড়া এনসিপি ৫৪ এবং কংগ্ৰেস ৪৪টি আসন দখল করে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং অন্যান্য নেতারা দেবেন্দ্ৰ ফড়নবিশ ও অজিত পাওয়ারকে মহারাষ্ট্ৰ সরকারে তাঁদের নতুন ভূমিকার জন্য অভিনন্দন জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Leopard caged at Hulunghabi Tea Estate in Digboi

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com