শিবরাত্ৰিতে মহানগরীর উমানন্দ মন্দিরে ভক্তের ঢল

শিবরাত্ৰিতে মহানগরীর উমানন্দ মন্দিরে ভক্তের ঢল

গুয়াহাটিঃ শিবরাত্ৰি উপলক্ষে শুক্ৰবার গুয়াহাটিতে ব্ৰহ্মপুত্ৰের বুকে থাকা উমানন্দ মন্দিরে সহস্ৰাধিক ভক্তের সমাগম ঘটে। ভক্তরা নদী দ্বীপে গিয়ে সারি দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন। উমানন্দ দেবালয়ের পরিচালন কমিটি বলেছে,শহরের বিভিন্ন এবং এমনকি বাইরে থেকে অজস্ৰ ভক্ত এদিন মন্দির প্ৰাঙ্গণে এসে শিবের মাথায় দুধ ও জল ঢেলে পূজা অর্চনা করেন। মন্দিরের একজন পুরোহিত প্ৰণব শর্মা জানান ভগবান শিবের চরণে পুষ্পাঞ্জলি দেন অজস্ৰ মানুষ। ৮ থেকে ৯ হাজার ভক্ত এদিন দ্বীপভূমির পাহাড়ে উঠে মন্দিরে পুজা দেন এবং মহাদেবের আশীর্বাদ নেন। শিব চতুর্দশী থাকায় শনিবারও উমানন্দ দেবালয়ে ভক্তপ্ৰাণ মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে,ভক্তদের উমানন্দ যাওয়ার জন্য অসম অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগ বিভিন্ন ফেরি সেবার ব্যবস্থা করে। ভক্তরা বলেছেন এবার ফেরি সেবায় প্ৰতিজন যাত্ৰীর কাছ থেকে আগের মতোই ১০ টাকা করে ভাড়া নেওয়া হয়েছে। তবে লিজে চলা ফেরিগুলো প্ৰত্যেক যাত্ৰীর কাছ থেকে ২০ টাকা করে ভাড়া নিয়েছে।

ওদিকে বেসরকারি ফেরিগুলো যাত্ৰী পিছু ১০০ টাকা করে ভাড়া গুনেছে। তবে এব্যাপারে অভিযোগ জানানোর পর ভাড়ার অঙ্ক কমিয়ে তারা মাথাপিছু ৮০ টাকা করে। মহানগরীর ঐতিহাসিক শুক্ৰেশ্বর মন্দির ছাড়াও শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্ৰতিটি শিবমন্দিরে অগণন ভক্তের সমাগম পরিলক্ষিত হয়। ওদিকে উজান অসমের শিবসাগরের ঐতিহাসিক শিবদৌলে হাজার হাজার ভক্ত সমাগমে পালিত হয় শিবরাত্ৰি। রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি বৃহস্পতিবার শিবদৌলে শিবরাত্ৰি উৎসবের উদ্বোধন করে পুজো দেন। তেজপুরের মহাভৈরব মন্দিরেও শিবরাত্ৰি উপলক্ষে অসংখ্য ভক্ত সমাগমের খবর পাওয়া গিয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Hindus and Muslims jointly celebrate Mahashivratri in Kamrup’s Agyathuri Village

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com