Begin typing your search above and press return to search.

ইন্দোরের ঘটনায় মুখ খুলে মোদি বললেন ‘মানুষ কি এজন্যই আমাদের ভোট দিয়েছেন’

ইন্দোরের ঘটনায় মুখ খুলে মোদি বললেন ‘মানুষ কি এজন্যই আমাদের ভোট দিয়েছেন’

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 July 2019 7:24 AM GMT

নয়াদিল্লিঃ মধ্যপ্ৰদেশের ইন্দোরে বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গিয়ার হাতে পুর আধিকারিক নিগৃহীত হওয়ার ঘটনা কানে আসতেই বেদম চটে যান প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। এই ঘটনায় তীব্ৰ অসন্তুষ্টি ব্যক্ত করেন মোদি। ঘটনা সম্পর্কে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে ক্ষুব্ধ প্ৰধানমন্ত্ৰী বলেন,একজন দায়িত্বশীল নাগরিক ও দলীয় সদস্যের কাছ থেকে এমন আচরণ কখনোই গ্ৰহণযোগ্য নয়।

মোদি অবশ্য বিজেপি বিধায়কের নাম উচ্চারণ করেননি। এই বিজেপি বিধায়কের বাবাও একজন বরিষ্ঠ বিজেপি নেতা। প্ৰধানমন্ত্ৰী ইন্দোরের পুর কর্তাকে মারধর করার ঘটনায় জড়িত ব্যক্তির নাম উল্লেখ না করলেও তিনি কারদিকে অঙ্গুলি সঙ্কেত করেছেন সেটা জলের মতোই পরিষ্কার। মোদি এটা স্পষ্ট করে বুঝিয়ে দেন বিজেপি বিধায়কের এমন রুঢ় আচরণে তিনি রীতিমতো ক্ষুব্ধ। এদিন বিজেপি সংসদীয় দলের বৈঠকে বক্তব্য পেশ করছিলেন প্ৰধানমন্ত্ৰী। বৈঠকে আকাশ বিজয়বর্গিয়া ছিলেন না। উপস্থিত ছিলেন আকাশের বাবা বিজেপি-র সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গিয়া। বৈঠকে পিছনে সারিতেই বসেছিলেন কৈলাশ। বিধায়কের কৃতকর্ম সম্পর্কে প্ৰধানমন্ত্ৰী পরোক্ষে বলেন, ছেলে যারই হোক এমন ব্যক্তিকে দল থেকে বের করে দেওয়া উচিত। আসলে মোদি ঠারেঠোরে কৈলাশকেই বিষয়টি বোঝাতে চেয়েছেন। এই বৈঠকে লোকসভা ও রাজ্য সভার সদস্যরাও হাজির ছিলেন।

ইন্দোরে পুরো আধিকারিককে বিধায়ক আকাশের নিগ্ৰহের ভিডিও ক্লিপটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। মোদি ওই ভিডিও ক্লিপের প্ৰসঙ্গ তুলে সরাসরি মন্তব্য করেন,‘আমি ওই ক্লিপে দেখেছি পুর আধিকারিককে মারপিট করছে ওরা। দেশের মানুষ কি এজন্য আমাদের ভোট দিয়েছেন’।

প্ৰধানমন্ত্ৰী স্থানীয় বিজেপি নেতা ও নিগ্ৰহের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে দলকে নির্দেশ দেন। আকাশের জেল থেকে মুক্তি পাওয়ায় যে সব বিজেপি নেতারা খুশিতে হৈহুল্লোড় করছিলেন তাদের চিহ্নিত করে দল থেকে অপসারণ করার কথাও বলেন প্ৰধানমন্ত্ৰী।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা প্ৰধানমন্ত্ৰীর ওই নির্দেশের একটি নোটও প্ৰস্তুত করে নেন। বিজেপি সাংসদ রাজীব প্ৰতাপ রুডি বলেন,‘প্ৰধানমন্ত্ৰী আজ বিজেপি সংসদীয় দলের বৈঠকে দৃঢ়কণ্ঠে বলেছেন,দলের ভাবমূর্তি খাটো করে এমন ধরনের দুর্ব্যবহার কিছুতেই মেনে নেওয়া হবে না। তিনি বলেছেন,কেউ এধরনের ভুল কাজ করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্ৰহণ করা হবে। তিনি আরও বলেছেন,প্ৰত্যেকের ক্ষেত্ৰেই প্ৰযোজ্য হবে এই একই ব্যবস্থা। বিধায়ক আকাশের বাবা কৈলাশ বিজয় বার্গিয়া ছেলের এই কীর্তি সম্পর্কে গতকাল সাংবাদিকদের বলেছিলেন,‘এটা এমন বড় কোনও ইস্যু নয়। তাঁর কাছে আকাশ এবং ইন্দোরের পুর কমিশনার উভয়েই অনভিজ্ঞ। এরই পরিপ্ৰেক্ষিতে মোদি এই কড়া বিবৃতি দেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়লেন মোদি

Next Story
সংবাদ শিরোনাম