ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম তিনসুকিয়া,মরিগাঁও,চিরাং,ওদালগুড়ি এবং হাইলাকান্দিতে নতুন করে স্থাপিত ৫টি পলিটেকনিক্সে ৫৫টি গ্ৰেড-IVপোস্টে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।

পদের নামঃ গ্ৰেডIV(বিয়ারার,পিয়ন,চৌকিদার,জোগালি ইত্যাদি)

পদের সংখ্যাঃ ৫৫

পলিটেকনিক ওয়াড়ি খালি পদঃ

তিনসুকিয়াঃ ১১

মরিগাঁওঃ ১১

চিরাং: ১১

ওদালগুড়িঃ ১১

হাইলাকান্দিঃ ১১

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্ৰেণি উত্তীর্ণ

বেতনঃ পিবি অফ ১২০০০-৫২০০০ প্লাস গ্ৰেড পে ৩৯০০ টাকা

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত প্ৰার্থীর বয়েস ১৮ বছরের নিচে এবং ৩৮-এর ঊর্ধ্বে নয়। বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনু্যায়ী।

কিভাবে আবেদন করবেনঃ প্ৰার্থীদের ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম-এর সরকারি ওয়েবসাইটwww.dte.assam.gov.in-এ লগিং করে অনলাইনে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৯-০২-২০২০ থেকে এবং তা খোলা থাকবে ২০-০৩-২০২০ তারিখ পর্যন্ত।

নোটঃ প্ৰার্থীদের অসমে স্থায়ী বাসিন্দার প্ৰমাণপত্ৰ/ভোটার আইডি/পিআরসি/কোয়ালিফাইং এক্সামিনেশন,বয়স,কাস্ট ইত্যাদি এবং সঙ্গে সম্প্ৰতি তোলা পাসপোর্ট সাইজের ফোটো এবং অনলাইনে আবেদন করার সময় স্পেসিমেন সিগনেচার করে তার স্কেন কপি আপলোড করতে হবে।

শেষ তারিখঃ ২০-০৩-২০২০

Details: click here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com