নতুন যানবাহন আইন বলবৎ করল দিশপুর

নতুন যানবাহন আইন বলবৎ করল দিশপুর

গুয়াহাটিঃ গাড়ি বা দুচাকার বাহন চালকরা সাবধান হোন! অসম সরকার মোটর ভেহিকলস(সংশোধনী)আইন ২০১৯ বলবৎ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার থেকে অসমে নয়া যানবাহন আইন চালু হলো। নির্দেশিকায় বলা হয়েছে,কোনও চালক যানবাহন আইন লঙ্ঘন করলে মোটা অঙ্কের জরিমানা ভরতে হবে। রাজ্য পরিবহণ বিভাগ সোমবার সন্ধ্যায় এক সরকারি বিজ্ঞপ্তি জারি করে যানবাহন আইন লঙ্ঘনের আটটি অপরাধের ক্ষেত্ৰে জরিমানার পরিমাণও বেঁধে দিয়েছে।

লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালালে ৫০০০ টাকা জরিমানা চাপানো হবে। তীব্ৰবেগে অথবা বেপরোয়া গাড়ি চালালেও ৫০০০ টাকা জরিমানা দিতে হবে চালককে। বায়ু ও শব্দ দূষণের জন্য জরিমানার অঙ্ক হচ্ছে ১০০০০টাকা। চালক অথবা যাত্ৰী সিট বেল্ট না বাঁধলে জরিমানা দিতে হবে ১০০০ টাকা। নিরাপত্তামূলক ব্যবস্থা অর্থাৎ সিট বেল্ট না বেঁধে ১৪ বছরের নিচের শিশু,কিশোরদের গাড়িতে নেওয়া হলে গুনতে হবে ১ হাজার টাকা। দুচাকার যানে দুজনের বেশি আরোহী তোলা হলে ফাইন ১০০০ টাকা। দুচাকায় চালক এবং পিছনে বসা ব্যক্তিকেও হেলমেট পরতে হবে। এর অন্যথা হলে জরিমানা দিতে হবে ১০০০ টাকা। জরুরিকালীন সেবা বিশেষ করে অগ্নি নির্বাপনের গাড়ি ও অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে না দিলে জরিমানা ১০০০০ টাকা।

সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে চালককে গুনতে হবে ৫ হাজার টাকা জরিমানা। ডিসকোয়ালিফিকেশন অথবা সাসপেনশনে থাকার সময় গাড়ি চালালে জরিমানা হবে ১০০০০ টাকা। এলএমভি তীব্ৰ গতিতে চালালে ভরতে হবে ২০০০ টাকা। রেজিস্ট্ৰেশন ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি ব্যবহার করলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। পরিবহণের গাড়িগুলোতে অতিরিক্ত যাত্ৰী তুললে প্ৰত্যেক বাড়তি যাত্ৰীর জন্য ২০০ টাকা করে গুনতে হবে।

পণ্যবাহী গাড়িতে ওভারলোড করা হলে জরিমানা হবে ২০০০০ টাকা। বিনা টিকিটে ভ্ৰমণের জন্য জরিমানা ধার্য হয়েছে ৫০০ টাকা। ইন্সুরেন্স ছাড়া গাড়ি চালালে ৪০০০ টাকা জরিমানা হবে। রাজ্য পরিবহণ বিভাগের সূত্ৰে বলা হয়েছে,নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলার জন্যই এই কঠোর নীতি রূপায়ণ করা হয়েছে। এরফলে দেশে ট্ৰাফিক নীতি লঙ্ঘনের হার হ্ৰাস পাবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত আইনটির আরও একটি লক্ষ্য হচ্ছে প্ৰশিক্ষণ না দিয়ে ড্ৰাইভিং লাইসেন্স সংগ্ৰহের প্ৰবণতা হ্ৰাস করা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: BJP observed ‘Janajagaran Sabha’ in Duliajan | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com