এনআরসির তথ্য সম্পর্কে অন্ধকারে দিশপুর,হাজেলাকে চিঠি সরকারের

এনআরসির তথ্য সম্পর্কে অন্ধকারে দিশপুর,হাজেলাকে চিঠি সরকারের

গুয়াহাটিঃ চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশিত হয়েছে গত ৩১ আগস্ট। কিন্তু রাজ্য সরকার এব্যাপারে সরকারিভাবে আজও অন্ধকারে রয়েছে। এনআরসি কর্তৃপক্ষ এনআরসি সম্পর্কে কোনও তথ্য এখনো রাজ্য সরকারের সঙ্গে শেয়ার করেননি। সুপ্ৰিমকোর্ট অবশ্য এনআরসির তথ্যাবলি আধারের মতো সুরক্ষিত করার পরই তা রাজ্য সরকারের সঙ্গে শেয়ার করার নির্দেশ দিয়েছিল।

রাজ্য সরকার এখন এনআরসির রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে একটি চিঠি দিয়ে এনআরসির ডাটা আধারের মতো সুরক্ষিত করতে ব্যবস্থা গ্ৰহণের স্ট্যাটাস সম্পর্কে জানতে চেয়েছে। ওই চিঠিতে আরও জানতে চাওয়া হয়েছে যে চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়া লোকেদের রিজেকশন লেটার এনআরসি কর্তৃপক্ষ কবে নাগাদ ইস্যু করবেন।

চলতি বছরের ১৩ আগস্ট সুপ্ৰিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি রোহিন্টন ফলি নরিম্যানকে নিয়ে গঠিত বেঞ্চ এক রায়ে আধারের তথ্য যেভাবে সুরক্ষিত রাখা হয়েছে তার অনুরূপ ধাঁচেই এনআরসির তথ্য সুরক্ষিত করার ব্যবস্থা নিতে রাজ্য সমন্বয়ককে নির্দেশ দিয়েছিল। এরপরই এনআরসিতে অন্তর্ভুক্ত এবং নামছুট ব্যক্তিদের তালিকা রাজ্য সরকার,কেন্দ্ৰ এবং রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়ার(আরজিআই)হাতে তুলে দিতে বলা হয়েছিল।

গৃহ ও রাজনৈতিক বিভাগের কমিশনার ও সচিব আশুতোষ অগ্নিহোত্ৰি শুক্ৰবার দ্য সেন্টিনেলকে বলেন,‘চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পর মানুষের মধ্যে বিভ্ৰান্তি ও দুশ্চিন্তা দেখা যাচ্ছে। এই বিভ্ৰান্তি ও দুশ্চিন্তা দূর করার দায়িত্ব রাজ্য সরকারের। চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পরবর্তী সময়ে রাজ্য সরকারেরও কিছু দায়িত্ব রয়েছে। আর সে জন্যই ‘আমরা এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে চিঠি দিয়েছি এনআরসির ডাটা আধারের মতো সুরক্ষিত করার স্ট্যাটাস সম্পর্কে আমাদের জানাতে। তাছাড়া এনআরসি থেকে নাম ছুটদের কবে পর্যন্ত রিজেকশন লেটার ইস্যু করা হবে তা আমাদের জানানোর জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে’। ২০০ টি নতুন বিদেশি ট্ৰাইবুনাল স্থাপন সম্পর্কে তিনি বলেন,এনআরসি ছুট ব্যক্তিরা কীভাবে ট্ৰাইবুনালের দ্বারস্থ হবেন সেটা তাঁদের জানানোর প্ৰয়োজন রয়েছে। নাম ছুটদের আইনি ব্যবস্থা গ্ৰহণের সু্যোগ দেওয়া ইত্যাদি বেশকিছু পরবর্তী ব্যবস্থা রাজ্য সরকারকেই নিতে হবে।

মোট ৩,৩০,২৭,৬৬১ জন এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে চূড়ান্ত এনআরসিতে নাম অন্তর্ভুক্ত হয়েছে ৩,১১,২১,০০৪ জনের। ৬৮,৩৭,৬৬০টি আবেদন এনআরসিতে অন্তর্ভুক্তির যোগ্য পাওয়া গিয়েছে। অন্তর্ভুক্তির অযোগ্য বিবেচিত হয়েছেন ১৯,০৬,৬৫ জন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 36 km bridge worth Rs 2625 cr to be constructed at Kaziranga National Park

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com