ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বরপেটা রিক্ৰুটমেন্ট ২০২০

ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বরপেটা রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বরপেটা রিক্ৰুটমেন্ট ২০২০

ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি,বরপেটা প্ৰতিষ্ঠানে একজন ফ্ৰন্ট অফিস কোঅর্ডিনেটের(ঠিকা)১ বছরের জন্য ঠিকা ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞাপন জারি করা হয়েছে।

পদের নামঃ ফ্ৰন্ট অফিস কোঅর্ডিনেটর(ঠিকাভিত্তিক)

পদের সংখ্যাঃ ০১(ইউআর)

শিক্ষাগত যোগ্যতাঃ যে সব প্ৰার্থীরা বিএ/বিএসসি/বি.কম অথবা সমপর্যায়ের পরীক্ষায় পাশ করেছেন এবং যাদের এমএস অফিস,ইন্টারনেট এবং ইমেইল ইত্যাদির ক্ষেত্ৰে কম্পিউটার পাঠক্ৰমে ৬ মাসের ডিপ্লোমা/সার্টিফিকেট রয়েছে তারাই আবেদন করতে পারবেন।

বাছাই প্ৰক্ৰিয়াঃ ভাইবা-ভয়েস এবং কম্পিউটার দক্ষতার টেস্ট

পে স্কেলঃ ২০,০০০ টাকা প্ৰতিমাসে

বিশেষ দ্ৰষ্টব্যঃ ফ্ৰন্ট অফিস কো-অর্ডিনেটর(কনট্ৰেকচুয়াল)পদের সার্ভিস এবং ওয়ার্ক প্ৰোফাইলের নিয়ম ও শর্তাবলি বরপেটা ডিস্ট্ৰিক্ট জুডিশিয়ারি অর্থাৎ www.barpetajudiciary.gov.in-এ দেখা যাবে।

শেষ তারিখঃ ২০-২-২০২০

Details: Click here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com