ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি,শোণিতপুর রিক্ৰুটমেন্ট ২০২০
ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি,শোণিতপুর রিক্ৰুটমেন্ট ২০২০
জেলা আইন সেবা কর্তৃপক্ষ,শোণিতপুর ফ্ৰন্ট অফিস কো-অর্ডিনেটর-এর একটি পদ পূরণে ঠিকা ভিত্তিতে নিয়োগের জন্য আসাম গ্যাজেটের পার্ট IX-এ প্ৰকাশিত স্ট্যান্ডার্ড ফর্মে যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছেন।
পদের নামঃ ফ্ৰন্ট অফিস কোঅর্ডিনেটর
পদের সংখ্যাঃ ০১
বয়সমীমাঃ ১৮-৪৩ বছর
বেতনঃ ২০,০০০ টাকা প্ৰতিমাসে
শিক্ষাগত যোগ্যতাঃ প্ৰার্থীদের বিএ/বিএসসি/বিকম উত্তীর্ণ অথবা সমপর্যায়ের পরীক্ষায় পাশ হতে হবে। কম্পিউটারে ৬(ছয়)মাসের ডিপ্লোমা/সার্টিফিকেট এবং সেইসঙ্গে এমএস অফিস,ইন্টার ও ইমেলে দক্ষতা থাকতে হবে।
শেষ তারিখঃ ১৬-০২-২০২০
বাছাই প্ৰক্ৰিয়াঃ ব্যক্তিগত সাক্ষাৎকার
টু অ্যাপ্লাইঃ প্ৰয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা ইচ্ছুক প্ৰার্থীদের শিক্ষাগত যোগ্যতা,বয়স ইত্যাদি সহ সমস্ত টেস্টিমোনিয়েলের সেল্ফ অ্যাটাস্টেড কপি সহ স্ট্যান্ডার্ড ফর্মে আবেদনপত্ৰ পাঠাতে হবে। ৩(তিন)কপি সাম্প্ৰতিক পাসপোর্ট সাইজের ফোটোগ্ৰাফের উল্টো দিকে প্ৰার্থীকে স্বাক্ষর করে আবেদনপত্ৰের সঙ্গে পাঠাতে হবে। সম্পূর্ণ আবেদন ১৬ ফেব্ৰুয়ারি ২০২০ তারিখ অথবা তার আগে পৌঁছতে হবে দ্য চেয়ারম্যান/ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি,শোণিতপুর,এডিআর বিল্ডিং,তেজপুর কোর্ট ক্যাম্পাস,পিন-৭৮৪০০১ এই ঠিকানায়।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আইওসিএল জবস ২০২০ ফর অফিসার্স/ইঞ্জিনিয়ার্স(বি.টেক/বি.ই)

