Begin typing your search above and press return to search.

ঢেকিয়াজুলির চেনিমারিতে উন্মত্ত দুই যুবকের হাতে প্ৰহৃত চিকিৎসক

ঢেকিয়াজুলির চেনিমারিতে উন্মত্ত দুই যুবকের হাতে প্ৰহৃত চিকিৎসক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Oct 2019 11:38 AM GMT

ঢেকিয়াজুলিঃ শোণিতপুর জেলার ঢেকিয়াজুলির চেনিমারিতে বিজয়া দশমীর সন্ধ্যায় দুই উন্মত্ত যুবক চিরাজুলি মডেল হাসপাতালের চিকিৎসক ডা.কমল জালের গাড়ি থামিয়ে তাঁকে প্ৰহার করে। চিকিৎসকের পত্নীকেও মারধর করে উন্মত্ত যুবকদ্বয়। ঘটনার বিবরণে প্ৰকাশ,বিজয়া দশমীর সন্ধ্যায় ডা. জাল সস্ত্ৰীক গাড়িতে চেপে বেলশিরি চা বাগানে নিজেদের বাড়ি অভিমুখে যাচ্ছিলেন। উচ্ছৃঙ্খল যুবকদ্বয় চেনিমারিতে রাস্তার মধ্যে তাদের গাড়ি আগলে ধরে থামতে বলে। ডাক্তার কমল জাল গাড়ি থামালে যুবকরা তাদের বেরিয়ে আসার নির্দেশ দেয়। কিন্তু ডাক্তার জাল গাড়ি থেকে না নামায় দুই উন্মত্ত যুবক গাড়ির দরজা খুলে তাঁকে টানা হ্যাচড়া করে তাঁর ওপর হামলে পড়ে। ডাক্তারের স্ত্ৰী বাধা দেওয়ায় তাকেও প্ৰহার করে যুবকদ্বয়।

উল্লেখ্য,ওই গাড়িতে ডাক্তার জালের মা-বাবাও ছিলেন। ঢেকিয়াজুলির কাছে চেনিমারিতে এই অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হওয়ার পর ওই রাতেই ঘটনার বিবরণ দিয়ে ঢেকিয়াজুলি থানায় একটি এজাহার দাখিল করেছেন ডা.জাল। বাইকে আসা উন্মত্ত দুই যুবককেও শনাক্ত করেছেন তিনি। উন্মত্ত দুই যুবকের নাম আকাশ দেবনাথ ও অমিত দেবনাথ।

এদিকে আটসা এই ঘটনার তীব্ৰ নিন্দা করে দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেপ্তার করার দাবি জানিয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নুনমাটিতে অবসরপ্ৰাপ্ত এএসটিসি কর্মীর আত্মহত্যার অভিযোগ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Two bike borne miscreants attack Doctor and his Family in Dhekiajuli

Next Story
সংবাদ শিরোনাম