Begin typing your search above and press return to search.

নুনমাটিতে অবসরপ্ৰাপ্ত এএসটিসি কর্মীর আত্মহত্যার অভিযোগ

নুনমাটিতে অবসরপ্ৰাপ্ত এএসটিসি কর্মীর আত্মহত্যার অভিযোগ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 Oct 2019 11:25 AM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির নুনমাটি এলাকায় দুর্গা পুজোর মহা নবমীর সকালে এএসটিসি-র একজন অবসরপ্ৰাপ্ত কর্মী নিজের শয়ন কক্ষে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা এলাকাটিতে পুজোর আনন্দ ম্লান করে দেয়। রিপোর্ট অনু্যায়ী এএসটিসি-র অবসরপ্ৰাপ্ত কর্মীকে অনিল চন্দ্ৰ কলিতা(৬২)বলে শনাক্ত করা হয়েছে। তিনি নুনমাটির গোপাল নগর এলাকার বাসিন্দা ছিলেন। এলাকার স্থানীয় লোকেরা বলেছেন,আর্থিক দুরবস্থার জন্য ব্যক্তিটি জীবনের দুর্বিষহ সময় কাটাচ্ছিলেন।

জানা গেছে,ঋণের বোঝা এতটাই বেড়ে গিয়েছিল যে ব্যক্তিটির পক্ষে তা শোধ করা সম্ভব হচ্ছিল না। এমনকি গত কয়েক বছর ধরে ছেলেমেয়ের শিক্ষার খরচ বহন করাও তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। উল্লেখ্য,এএসটিসি-র গরিব এই কর্মীটি অবসরগ্ৰহণের পর রিটায়ারমেণ্ট বেনিফিটের টাকাও পাননি। এখানে উল্লেখ করা যেতে পারে যে কলিতা অবসর নিয়েছিলেন ২০১৭ সালে। মৃত এএসটিসি কর্মীর এই ঘটনা সম্পর্কে নুনমাটি থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। মৃত কলিতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ মাকুমে মহা অষ্টমীর দিনদুপুরে চারটি বাড়িতে চোরের হানা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Vijaya Dashami celebrations at Belsiri River in Dhekiajuli, Sonitpur

Next Story
সংবাদ শিরোনাম