ইদ উপলক্ষে ৮ লক্ষ টাকায় বিকলো ২১১ কেজি ওজনের ছাগল

ইদ উপলক্ষে ৮ লক্ষ টাকায় বিকলো ২১১ কেজি ওজনের ছাগল

গুয়াহাটিঃ ইদ উৎসব সমাগত। উৎসব ঘিরে ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে শুরু হয়েছে প্ৰস্তুতি পর্ব। বিরাজ করছে এক আনন্দ মুখর পরিবেশ। দেশের বিভিন্ন প্ৰান্তে উৎসবকে কেন্দ্ৰ করে বাজারগুলোতে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন। হামিরপুরে ২১১ জেকি ওজনের একটি বিশালাকার ছাগল বিক্তি হওয়ার ঘটনা তীব্ৰ সাড়া ফেলেছে। ইদ-উল-আধার উপলক্ষে অব্ৰার খান নামে একজন ব্যক্তি তার পালিত ২১১ কেজির নাদুসনুদুস ছাগলটি বিক্ৰি করেছেন। ৮ লক্ষ টাকা দামে বিক্ৰি করছেন ছাগলটি। চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে ইদ উৎসব। অব্ৰার খান উত্তর প্ৰদেশের হামিরপুরের বাসিন্দা। খান জানান,এই ছাগলটিকে বড় করতে তিনি প্ৰচুর গাঁটের টাকা খরচ করেছেন। অনেকটা সময় দিতে হয়েছে ছাগলের পেছনে।

তিনি আরও জানান,প্ৰতিদিনই ছাগলটিকে ১ ঘণ্টা করে মালিশ করা হতো। ইদের সময় কোরবাণী দেওয়ার জন্য অনেকেই ছাগলটি ৬ লক্ষ টাকায় কিনতে চেয়েছিলেন। কিন্তু খান তখন বিক্ৰি করেননি। পরে নিলামের বাজারে ৮ লক্ষ টাকায় বিক্ৰি হয়ে যায় ছাগলটি। অব্ৰার আরও বলেছেন,তাঁর বড় করে তোলা এই ছাগলটি অন্যান্য ছাগলের তুলনায় অনেক বেশি ওজনের। নিলামের বাজারে চড়া দামে বিক্ৰি হয় ছাগলটি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com