Begin typing your search above and press return to search.

ভোটার তালিকার তথ্য পরীক্ষা কার্যসূচির সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি

ভোটার তালিকার তথ্য পরীক্ষা কার্যসূচির সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Oct 2019 7:30 AM GMT

গুয়াহাটিঃ ভারতীয় নির্বাচন কমিশন(ইসিআই)ভোটার তালিকার তথ্য পরীক্ষা কার্যসূচির সময়সীমা ২০১৯-এর ১৮ নভেম্বর পর্যন্ত আরও একমাসের জন্য বৃদ্ধি করেছে। ভোটাররা যাতে ভোটার তালিকায় তাদের নাম এবং অন্যান্য ভুল থাকলে তা সংশোধন করতে পারবেন। ভোটার ভেরিফিকেশন কর্মসূচি শেষ হবার কথা ছিল ২০১৯-এর ১৫ অক্টোবর তারিখে। তবে ইসিআই ওই সময়সীমা বৃদ্ধি করেছে। দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলার সময় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক(সিইও)এমসি সাহু বলেন,ভোটারদের তথ্য পরীক্ষা কার্যসূচির সময় আগামি ১৮ নভেম্বর ২০১৯ অবধি বাড়ানো হয়েছে। যে সমস্ত ভোটাররা এখনও তাদের নাম এবং সচিত্ৰ ভোটার তালিকার অন্যান্য বিস্তারিত তথ্যাদি পরীক্ষা করেননি তারা এখন তা করাতে পারবেন। ভোটাররা তাদের নাম এবং অন্যান্য কোনও ভুল থাকলে তা সংশোধন করতে পারবেন www.nvsp.in-এ লগিং অথবা ইসিআই-র ‘ভোটার হেল্পলাইন’-এ মোবাইল অ্যাপের মাধ্যমে,যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

একটা নির্ভুল সচিত্ৰ ভোটার তালিকা সুনিশ্চিত করার লক্ষ্যেই ইসিআই এই ব্যবস্থা গ্ৰহণ করেছে। ভোটাররা ভারতীয় পাসপোর্ট,ড্ৰাইভিং লাইসেন্স,আধার কার্ডস,রেশন কার্ডস,সরকারের ইস্যু করা আইডেনটিটি কার্ডস অথবা অর্ধ সরকারি প্ৰতিষ্ঠান,ব্যাংক পাসবুক,প্যান কার্ডস ও নির্বাচন কমিশনের অনুমোদিত অন্যান্য সাপোর্টিং নথি আপলোড করে ভুল সংশোধন করতে পারবেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ চুরি যাওয়া বাইক পাচারের ট্ৰ্যানজিট পয়েন্ট হয়ে পড়েছে জিআরএস

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Poor lady from Kampur falls prey to Online Fraud, You could be next!

Next Story
সংবাদ শিরোনাম