Begin typing your search above and press return to search.

বোকাজানে হাতির দাঁত চোরাপাচারের প্ৰয়াস ভেস্তে দিলো পুলিশ,ধৃত ১

বোকাজানে হাতির দাঁত চোরাপাচারের প্ৰয়াস ভেস্তে দিলো পুলিশ,ধৃত ১

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Sep 2019 11:39 AM GMT

বোকাজানঃ বোকাজান পুলিশ মূল্যবান দুটো হাতির দাঁত চোরাপাচারের প্ৰয়াস ভেস্তে দিয়েছে রবিবার। সেই সঙ্গে ঘটনায় জড়িত বার্নেস ইন্দ নামের এক ব্যক্তিকে পুব কার্বি আংলং জেলার জাপ্ৰাজান থেকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী,বিশ্বস্ত সূত্ৰে পাওয়া এক খবরের ভিত্তিতে পুলিশ জাপ্ৰাজান এলাকার বার্নেস ইন্দের বাড়িতে হানা দিয়ে ২.২ ফুট দীর্ঘ দুটো হাতির দাঁত বাজেয়াপ্ত করে। দুটো হাতির দাঁতের ওজন ১০ কেজিরও বেশি।

প্ৰাথমিক তদন্তে জানা গিয়েছে কার্বি আংলঙের বনাঞ্চলে চোরা-শিকারির হাতে নিহত একটি হাতির মুখ থেকে দাঁত দুটি সংগ্ৰহ করা হয়েছিল। হাতির দাঁতগুলি মোটা অঙ্কের বিনিময়ে বিক্ৰি করার জন্য নিজের ঘরে রেখেছিল বার্নেস।

ধৃত ব্যক্তিটি একজন পেশাদারী শিকারি। বন্য জীবজন্তুর অঙ্গ চোরাপাচারে সে জড়িত বলে অভি্যোগ রয়েছে। ২০১৮ সালের নভেম্বরে বোকাজান ইস্ট ডিভিশনের অধীন বরমানথি এলাকা থেকে নিখোঁজ যে দাঁতালটিকে উদ্ধার করা হয়েছিল দাঁতগুলো ওই হাতিটির হতে পারে বলে আঁচ করা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে হাতির দাঁত ও অন্যান্য বন্য জন্তুর অঙ্গের ব্যাপক চাহিদা থাকায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে চোরাশিকারির দৌরাত্ম্য ক্ৰমেই বেড়ে চলেছে।

এর আগে ২০১৯ সালের মার্চে খটখটি পুলিশ ১ ফুট দীর্ঘ একটি হাতির দাঁত বাজেয়াপ্ত করেছিল। দুই নাগা যুবক ২,২৫,০০০ টাকায় হাতির দাঁতটি বিক্ৰির জন্য অসমে নিয়ে এসেছিল। তবে পুলিশ ওই ঘটনায় জড়িত দুই নাগা যুবককে গ্ৰেপ্তার করেছিল।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ যানজটের সমস্যা রোধে মহানগরীর সিটি বাসকে দেওয়া হবে টাইম কার্ড

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Video | Jatin Bora & Team 'Ratnakar' visits Tinsukia for Promotions

Next Story
সংবাদ শিরোনাম