Begin typing your search above and press return to search.

যানজটের সমস্যা রোধে মহানগরীর সিটি বাসকে দেওয়া হবে টাইম কার্ড

যানজটের সমস্যা রোধে মহানগরীর সিটি বাসকে দেওয়া হবে টাইম কার্ড

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  23 Sep 2019 1:53 PM GMT

গুয়াহাটিঃ মহানগরীতে যানজটের সমস্যা সীমিত করার জন্য পরিবহণ বিভাগ এক বিশেষ পদক্ষেপ নিয়েছে। এবার পরিবহণ বিভাগ মহানগরীর সিটি বাসগুলোকে টাইম কার্ড দিচ্ছে। তাই সিটি বাসগুলোকে এই বিশেষ টাইম কার্ডের মাধ্যমে মহানগরীর পথে চলাচল করতে হবে। সিটি বাসগুলোকে নিজেদের দৈনন্দিন যাত্ৰা শুরু করার আগে দেওয়া হবে একটা করে টাইম কার্ড। এই টাইম কার্ড আনু্যায়ী কোনও সিটি বাস অন্য কোনও বাসকে ওভারটেক করে এগিয়ে যেতে পারবে না।

এদিকে পরিবহণ বিভাগ এবং ট্ৰাফিক পুলিশ এই সমস্ত বিষয় সম্পর্কে খানাপাড়ায় একটি সচেতনতা সভার আয়োজন করেছে। গুয়াহাটি মহানগরীতে যানজট সমস্যা নতুন কোন কথা নয়। যানজটের সমস্যা থেকে শহরের মানুষ যথেষ্ট শিক্ষা পেয়েছেন। গুয়াহাটিতে প্ৰায় ৬৬৯টি সিটি বাস রয়েছে। এর বিপরীতে পথ রয়েছেন ৫৫০টি। এছাড়া রাজ্য পরিবহণ নিগমের রয়েছে ২০০টি বাস। এদিকে মহানগরীতে উবের,ওলা সেবার রয়েছে ১০,০০০টি বাহন। এ শহরে অটো রিকশার সংখ্যা ৫,০০০ এবং ১,৬৫০টি মেট্ৰো ট্যাক্সি রয়েছে। তাই সব মিলিয়ে গুয়াহাটিতে থাকা এধরনের যান বাহনের সংখ্যা ১.০৫ লক্ষ।

এদিকে আগে সিটি বাসগুলো সময়মতোই চলাচল করতো। কিন্তু সাম্প্ৰতিককালে এর ঠিক বিপরীত দৃশ্যই দেখা গেছে। সিটি বাসগুলো যত্ৰতত্ৰ দাঁড়িয়ে যাত্ৰী তুলছে। সেইসঙ্গে যাত্ৰীদেরও বাস স্ট্যান্ডের পরিবর্তে যেখানে সেখানে বাস থামাতে দেখা যায়। যার ফলে যান বাহন চলাচলে অনিয়ম ও অরাজকতার সৃষ্টি হয়। এক্ষেত্ৰে বাস চালকদেরও যথেষ্ট দায়িত্ব রয়েছে। তাদের যেখানে সেখানে বাস রাখা উচিত নয়। যাত্ৰীদের দায়িত্ব হচ্ছে বাস যাতে বাস স্ট্যান্ডে থামানো হয় সেদিকে লক্ষ্য রাখা। একটা বাসের নিয়ম ভাঙার জন্য বাকি বাস সমূহ চলাচলের ক্ষেত্ৰেও বাধার সৃষ্টি হয়।

অন্যদিকে এই দৃশ্য হামেশাই দেখা যায় যে ফুটপাতগুলোতে বিভিন্ন ব্যবসায়ী প্ৰতিষ্ঠান ছাড়াও অনেকেই নিজেদের বাহন পার্কিং করার ঠাই হিসেবে ব্যবহার করেন। এই সব সমস্যার পাশাপাশি মহানগরীতে চালু হতে যাওয়া টাইম কার্ড যানজটের সমস্যা অনেকটাই দূর করবে বলে আশা করা যায়।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিমৌয়ে বাস-ট্ৰেভেলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯,আহত ১৫

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Police launched drive against Oil Theft Gangs in Tinsukia | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম