রাজ্যে ডিসিবিও স্থাপনে কেন্দ্ৰের বেঁধে দেওয়া মান পূরণে ব্যর্থ ইএসআইসি

রাজ্যে ডিসিবিও স্থাপনে কেন্দ্ৰের বেঁধে দেওয়া মান পূরণে ব্যর্থ ইএসআইসি

গুয়াহাটিঃ ইএসআইসি(এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন)রাজ্যে ডিসপেনসারি কাম ব্ৰাঞ্চ অফিস(ডিসিবিও)স্থাপনে কেন্দ্ৰের বেঁধে দেওয়া মান রক্ষা করতে পারেনি। রাজ্যে ডিসিবিও স্থাপনে ইএসআইসি-র পারফরম্যান্স বলতে গেলে একেবারেই তলানিতে রয়েছে। কেন্দ্ৰীয় শ্ৰম ও নিয়োগ দপ্তরের প্ৰতিমন্ত্ৰী সন্তোষ কুমার গাংওয়ার ২০১৮ সালের মে মাসে রাজ্যে ইএসআইসি-র ডিসপেনসারি এবং ব্ৰাঞ্চ স্থাপনের জন্য একটা নির্দিষ্ট মান বেঁধে দিয়েছিলেন,কিন্তু কর্পোরেশন কেন্দ্ৰের ওই স্ট্যান্ডার্ড পূরণের ক্ষেত্ৰে অনেক পিছিয়ে রয়েছে। ২০১৮ সালের মে মাসে ইএসআইসি নয়াদিল্লিতে কেন্দ্ৰীয় শ্ৰম ও নিয়োগ দপ্তরের প্ৰতিমন্ত্ৰী গাংওয়ারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিল। ওই বৈঠকে গাংওয়ার দেশের প্ৰত্যেক জেলায় ডিসিবিও স্থাপনের জন্য একটা স্ট্যান্ডার্ড বাতলে দিয়েছিলেন। সেদিক থেকে বিবেচনা করলে অসমে সাকুল্যে জেলা রয়েছে ৩৩টি। তাই এরাজ্যে নিদেন পক্ষে ৩৩টি ডিসিবিও থাকা উচিত। কিন্তু আজ অবধি রাজ্যে ডিসিবিও রয়েছে মাত্ৰ একটি এবং এটি রয়েছে মঙ্গলদৈয়ে। অসমে প্ৰত্যেক জেলায় ডিসিবিও স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার পরও ইএসআইসি একটা পূর্ণ অর্থ বছরে রাজ্যে মাত্ৰ একটি ডিসিবিও স্থাপন করেছে।

রাজ্যে ডিসিবিও স্থাপনের প্ৰসঙ্গটি নিয়ে জানতে চাওয়া হলে ইএসআইসি-র একজন পদস্থ আধিকারিক বলেন,প্ৰত্যেক জেলায় ডিসিবিও স্থাপন সম্পর্কে কেন্দ্ৰের ওই নির্দেশের পর ‘আমরা মঙ্গলদৈয়ে একটা মডেল ডিসিবিও স্থাপনের সিদ্ধান্ত নি। এই ডিসপেনসারি কাম শাখা কার্যালয়টি মডেল ডিসিবিও-র সমস্ত শর্তই পূরণ করেছে। অনুরূপ ধাঁচের ডিসিবিও স্থাপনের উদ্দেশ্যে অফিস অ্যাকোমডেশনের জন্য আমরা টেন্ডারও ডোকছি,কিন্তু কোনও সাড়া পাইনি। আমরা দিল্লির ইএসআইসি কর্তৃপক্ষকেও এই বিষয়টি জানিয়েছি’।

আধিকারিক আরও বলেন,‘ইএসআইসি কর্তৃপক্ষ ডিসিবিও এবং অন্যান্য কিছু ইস্যু নিয়ে আলোচনার জন্য আগামি ১৬ নভেম্বর নয়াদিল্লিতে এক বৈঠক ডেকেছে। আমাদেরও এই বৈঠকে ডাকা হয়েছে। ওখানেই এই ইস্যুটি আমরা তুলবো। আমরা আশা করছি ডিসিবিও-এস এর জন্য যে স্ট্যান্ডার্ড বেঁধে দেওয়া হয়েছে তা আগামি বছর পর্যন্ত পূরণ করা সম্ভব হবে’।

ডিসিবিওগুলোতে প্ৰাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তারা সেকেন্ডারি মেডিক্যাল কেয়ারের জন্য রেফার করতে পারে। ওষুধ দেওয়ার ব্যবস্থা থাকে এগুলোতে। ইএসআইসি ডিসিবিওগুলোর প্ৰাতিষ্ঠানিক ও পরিচালনার ব্যয়ভার বহন করে থাকে কোনওরকম শেয়ার ছাড়াই।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Majuli all set to witness Raas Mahotsav 2019 from day after tomorrow

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com