চূড়ান্ত এনআরসি বিতর্ক,সরকারই রিভেরিফিকেশনের কাজ হাতে নিতে পারেঃ হাজরিকা

চূড়ান্ত এনআরসি বিতর্ক,সরকারই রিভেরিফিকেশনের কাজ হাতে নিতে পারেঃ হাজরিকা

গুয়াহাটিঃ চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিতে(এনআরসি)ভুল করে অন্তর্ভুক্ত নামগুলোর রিভেরিফেকিশনের জন্য সুপ্ৰিম কোর্টের দ্বারস্থ হওয়ার কোনও প্ৰয়োজন নেই। এই অভিমত প্ৰব্ৰজন বিরোধী মঞ্চের(পিভিএম)।

‘চূড়ান্ত এনআরসি পুনরায় পর্যালোচনা ও রিভেরিফিকেশন করার কার্যকরী ক্ষমতা ন্যস্ত রয়েছে রাজ্য সরকারের হাতে এবং সেইহেতু এব্যাপারে সুপ্ৰিম কোর্টের কাছ থেকে নির্দেশ চাওয়ার কোনওই প্ৰয়োজন নেই’। প্ৰব্ৰজন বিরোধী মঞ্চের আহ্বায়ক উপমণ্যু হাজরিকা একথা বলেন।

মঙ্গলবার এখানে এক সাংবাদিক সম্মেলনে প্ৰব্ৰজন বিরোধী মঞ্চের আহ্বায়ক হাজরিকা বলেন,অনেক মন্ত্ৰী,বিজেপি নেতা,অসম গণ পরিষদ(অগপ) এবং সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এনআরসি রিভেরিফিকেশনের আর্জি জানানোর জন্য সুপ্ৰিম কোর্টে যাওয়ার ব্যাপারে জনসমক্ষে ঘোষণা করেছেন যদিও কিন্তু আমি মনে করি বর্তমান আইনি ব্যবস্থা অনু্যায়ী রি-ভেরিফিকেশনের কাজ হাতে নেওয়ার জন্য সরকারের হাতে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে।

‘সিটিজেনশিপ(রেজিস্ট্ৰেশন অফ সিটিজেনস অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেনটিটি কার্ডস)রুলস,২০০৩-এর বিধি ব্যবস্থার অধীনে খসড়া পর্যায় এবং প্ৰকাশিত চূড়ান্ত এনআরসি উভয়ের সরাসরি রিভেরিফিকেশনের ক্ষমতা এগজিকিউটিভের হাতে ন্যস্ত রয়েছে এবং সেই হেতু আদালতে আবেদন জানানোর কোনও প্ৰয়োজন নেই-বলেন হাজরিকা। তিনি স্বয়ং সুপ্ৰিম কোর্টের একজন বরিষ্ঠ আইনজীবী।

হাজরিকা আরও বলেন,চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পর এক্ষেত্ৰে সিটিজেনশিপ(রেজিস্ট্ৰেশন অফ সিটিজেনস অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেনটিটি কার্ড)রুল ২০০৩-এর রুল ১০-এ রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়া(আরজিআই)অথবা তাঁর মনোনীতকে নাগরিক পঞ্জি থেকে কোনও ব্যক্তির নাম ছাঁটার আধিকার দেওয়া আছে,যদি অশুদ্ধ নথির ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির নাম অন্তর্ভুক্তির প্ৰমাণ পাওয়া যায়। ’এব্যাপারে বিধিবদ্ধ অবস্থান এটাই যে এনআরসিতে নাম অন্তর্ভুক্তির বিষয়টি রিভেরিফাই করার জন্য এগজিকিউটিভের হাতে পূর্ণ কর্তৃত্ব রয়েছে। আরজিআই বিষয়টি সম্পর্কে রিভেরিফিকেশনের কাজ হাতে নিতে পারেন’-বলেন উপমণ্যু হাজরিকা।

প্ৰব্ৰজন বিরোধী মঞ্চ এব্যাপারে বিধিবদ্ধ ব্যবস্থাগুলির কথা উল্লেখ করে ইতিমধ্যেই প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালকে স্মারকপত্ৰ দিয়েছে। ‘সরকার যদি কার্যকরী ব্যবস্থা গ্ৰহণ না করে তখন এনআরসি প্ৰক্ৰিয়ায় সুপ্ৰিমকোর্ট হস্তক্ষেপ করতে পারে’।

‘এব্যাপারে সুপ্ৰিম কোর্টের হস্তক্ষেপের তেমন কোনও প্ৰয়োজন নেই। এখন সরকার এবং নেতারা কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা প্ৰকৃতপক্ষে তাদের ওপরই বর্তাচ্ছে,কোর্টের ওপর নয়’-বলেন হাজরিকা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: All Assam Garia Maria Desi Jatiya Parishad staged sit-in demonstration over NRC in Guwahati

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com