Begin typing your search above and press return to search.

গুজরাটের বস্ত্ৰ মার্কেটে ভয়ংকর আগুন

গুজরাটের বস্ত্ৰ মার্কেটে ভয়ংকর আগুন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Jan 2020 11:22 AM GMT

আহমেদাবাদঃ গুজরাটের সুরাটে সারোলির রঘুবীর বস্ত্ৰ মার্কেটে মঙ্গলবার সকালে ভয়ংকর আগুন লাগে। দশতলার একটি বিল্ডিঙে রয়েছে এই বস্ত্ৰ বাজারটি। ইতিমধ্যেই আগুন নেভাতে কাজে নেমেছে দমকলের প্ৰায় ৪০টি ইঞ্জিন। দমকল ছুটে আসার বেশকিছুক্ষণ আগে থেকেই বিল্ডিঙে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্ৰত্যক্ষদর্শীরা। কি করে আগুনের সূত্ৰপাত হলো তা এই মুহূর্তে জানা যায়নি। কেউ কেউ বলেছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয় ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে দমকল কর্মীরা আগুন বাগে আনার চেষ্টা করছেন। এই বস্ত্ৰ মার্কেটের পাঁচ তলায় কিছুদিন আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পরীক্ষার নম্বরের ওপর জীবন নির্ভর করে না,ছাত্ৰদের বার্তা প্ৰধানমন্ত্ৰীর

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Inauguration Ceremony for ONCO Premier League 2.0 Cricket Tournament at B.Borooah Cancer Institute.

Next Story
সংবাদ শিরোনাম