গুয়াহাটিঃ অত্যন্ত মর্যাদাসম্পন্ন এবং বর্ণময় সিনে অ্যাওয়ার্ড ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড আগামি ২০২০ সালের ফেব্ৰুয়ারিতে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এই প্ৰথম মুম্বইয়ের বাইরে গুয়াহাটিতে জাঁকালো অনুষ্ঠানটি হতে চলেছে।
প্ৰাপ্ত খবর অনু্যায়ী,এব্যাপারে ইভেন্টের উদ্যোক্তা টাইমস গ্ৰুপ এবং অসম পর্যটন উন্নয়ন নিগমের(এটিডিসি)এমাসের মধ্যেই একটি সমঝোতা চুক্তি(মৌ)স্বাক্ষরিত হবে। বলিউডের প্ৰভাবকে কাজে লাগিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অসমের পর্যটন ব্যবস্থাকে উন্নীত করার লক্ষ্যে রাজ্য সরকারের বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে গুয়াহাটিতে এই মেগা অ্যাওয়ার্ড শো আয়োজন করা হচ্ছে। ২০২০ সালের ১৫ ফেব্ৰুয়ারি গুয়াহাটিতে এই ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে। এই মেগা ইভেন্ট আয়োজনে আনুমানিক বাজেট হচ্ছে ২০-৩০ কোটি টাকা।
রাজ্যের পর্যটন নীতি অনু্যায়ী হিন্দি,ইংরেজি ও অন্যান্য ভাষার ছবি রাজ্যে শুটিং করা হলে অসম সরকার লোভনীয় ইনসেনটিভ ও কেশ বেনিফিটের কথাও ঘোষণা করেছে। এরআগে অসম পর্যটন বিভাগ বলিউড অভিনেত্ৰী প্ৰিয়ঙ্কা চোপড়াকে রাজ্য পর্যটন বিভাগের ব্ৰ্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছিল।
এটিডিসি-র কর্মকর্তার মতে,এব্যাপারে ‘মৌ’ বা সমঝোতা পত্ৰ ইতিমধ্যেই প্ৰস্তুত করা হয়েছে এবং এই প্ৰক্ৰিয়ার জন্য অন্যান্য বিস্তারিত বিষয়গুলো এ মাসেই চূড়ান্ত করা হবে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান সরুসজাই,খানাপাড়া এবং আমিনগাঁওয়ে আয়োজন করা হতে পারে।
রাজ্য পর্যটন বিভাগ এই ইভেন্ট আয়োজনে যাবতীয় ব্যবস্থা সাফল্যের সঙ্গে হাতে নিয়েছে। ইভেন্টে দেশ,বিদেশের বহু বিশিষ্ট লোক উপস্থিত থাকবেন।
এদিকে,অসম সরকারের কর্তৃপক্ষ গত ১০ আগস্টে জানিয়েছেন,রাজ্যকে আন্তর্জাতিক পর্যটনের অভীষ্ট লক্ষ্যে উন্নীত করতে ৩০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমিয়া ছবি ‘আমিষ’ ছবিঘরে মুক্তি পাচ্ছে ২২ নভেম্বর
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Minister of State (Health) Pijush Hazarika visits Rangapara LAC ahead by elections