সংখ্যার কথা ভুলে যান,সদনে সক্ৰিয় ভূমিকা নিন,বিরোধীদের বললেন প্ৰধানমন্ত্ৰী

সংখ্যার কথা ভুলে যান,সদনে সক্ৰিয় ভূমিকা নিন,বিরোধীদের বললেন প্ৰধানমন্ত্ৰী

নয়াদিল্লিঃ গণতন্ত্ৰে বিরোধী দলের সক্ৰিয় ভূমিকা অত্যন্ত জরুরি। বিরোধীদের সংখ্যা কত তা নিয়ে ভাবার কোনও যুক্তি নেই। সোমবার ১৭তম লোকসভার প্ৰথম অধিবেশনে বিরোধীদের উদ্দেশে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বলেন,সংসদে তাদের সংখ্যা কত তা নিয়ে মাথা ঘামানোর কোনও প্ৰয়োজন নেই। লোকসভার কাজকর্মে বিরোধীদের সক্ৰিয় অংশগ্ৰহণই বড় কথা।

১৭তম লোকসভা অধিবেশনের প্ৰথম দিন সদস্যদের শপথগ্ৰহণের প্ৰাক্কালে মোদি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন,‘সংসদীয় গণতন্ত্ৰে বিরোধীদের সক্ৰিয় ভূমিকা পালন করাটাই বড় কথা। তাদের সংখ্যা কত সেটা মোটেও বিচার্য বিষয় নয়। ‘তাই বিরোধীদের অহেতুক সংখ্যা নিয়ে মাথা ঘামানোর কোনও প্ৰয়োজন নেই। আমি আশা করবো বিপক্ষের প্ৰতিজন সদস্য সংসদের কাজকর্মে সক্ৰিয়ভাবে অংশগ্ৰহণ করবেন। তিনি চান,বিপক্ষের সদস্যরা সক্ৰিয়ভাবে তাদের মতামত তুলে ধরে সদনের কাজকর্ম এগিয়ে নিতে সরকারকে সাহা্য্য করুন।

প্ৰধানমন্ত্ৰী এদিন বিরোধীদের এই আশ্বাসও দিয়েছেন যে সংসদে তাদের প্ৰতিটি কথায় সরকার যথাযোগ্য সম্মান ও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে।

এবার লোকসভা নির্বাচনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫৩টি আসন লাভ করে। এরমধ্যে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)একাই পেয়েছে ৩০৩টি আসন। বিজেপি-র পর সংসদে দ্বিতীয় সর্বোচ্চ দল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্ৰেস(আইএনসি)। তারা সাকুল্যে পেয়েছে ৫২টি আসন। অন্যান্য বিরোধী দলগুলি অত্যন্ত বাজে পারফরম্যান্স করেছে।

প্ৰধানমন্ত্ৰী নিরপেক্ষভাবে দেশের সেবায় ব্ৰতী হতে সাংসদদের প্ৰতি আহ্বান জানান। কোনও পক্ষ নয়,দেশের উন্নয়নে বৃহত্তর স্বার্থে কাজ করতে সাংসদদের পরামর্শ দেন মোদি। ‘আমরা যখন জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সংসদে এসেছি তখন পক্ষ বা জোট অথবা বিপক্ষ এই কথাটি আমাদের ভুলে যেতে হবে। প্ৰতিটি ইস্যু নিয়ে আমাদের নিরপেক্ষভাবে চিন্তাচর্চা করতে হবে এবং কাজ করে যেতে হবে রাষ্ট্ৰের বৃহত্তর স্বার্থে। নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতার এই গতি ধরে রাখতে পারলে আগামি পাঁচ বছর আমরা সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে অনায়াসে সফল হবো’। সংসদ সুচারুভাবে চললে আমরা জনগণের আশা আকাঙ্খা পূরণে সক্ষম হবো-বলেন মোদি। নতুন সাংসদদের স্বাগত জানিয়ে মোদি বলেন,তারা প্ৰত্যেকেই নতুন আশা,আকাঙ্খা ও দৃঢ় মনোভাব নিয়ে সংসদে এসেছেন। তাই প্ৰত্যেকেই সংসদের ঐতিহ্য ও পরম্পরা রক্ষা করে কাজ করবেন বলে মোদি আশা করছেন।

নির্বাচনে জনগণ যে রায় দিয়েছেন প্ৰতিটি দলকে তার প্ৰতি সমর্থন জানাতে অনুরোধ জানিয়ে মোদি বলেন,‘কয়েক দশক পর এই প্ৰথম সরকারের হাতে বিপুল সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। দেশের কাজ করার জন্য মানুষ আমাদের দ্বিতীয় বার সু্যোগ দিয়েছেন। তাই আমি সব দলকে অনুরোধ করছি’ প্ৰতিটি সিদ্ধান্ত যেন জনগণের পক্ষে যায় এবং সবাই যেন তার প্ৰতি সমর্থনের হাত বাড়িয়ে দেন’।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com