Begin typing your search above and press return to search.

অসম বিধানসভার প্ৰাক্তন অধ্যক্ষ প্ৰণব কুমার গগৈ প্ৰয়াত

অসম বিধানসভার প্ৰাক্তন অধ্যক্ষ প্ৰণব কুমার গগৈ প্ৰয়াত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 Feb 2020 7:32 AM GMT

গুয়াহাটিঃ অসম বিধানসভার প্ৰাক্তন অধ্যক্ষ এবং শিবসাগরের বর্তমান বিধায়ক প্ৰণব কুমার গগৈ সোমবার গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর নশ্বর দেহ শিবসাগরে নিয়ে যাওয়া হবে এবং ওখানেই সম্পন্ন করা হবে অন্ত্যেষ্টিক্ৰিয়া। ‘খিলঞ্জিয়া অসমিয়া’-র সংজ্ঞা নির্ধারণের প্ৰয়াসের জন্য প্ৰাক্তন অধ্যক্ষ স্মরণীয় হয়ে থাকবেন। বিমলা প্ৰসাদ চলিহা ক্যাবিনেটের প্ৰাক্তন মন্ত্ৰী প্ৰয়াত গিরীন্দ্ৰ নাথ গগৈ ও প্ৰয়াত হিরন্যলতা গগৈর জ্যেষ্ঠ পুত্ৰ ছিলেন তিনি। ১৯৩৬ সালের ১৯ আগস্ট ডিব্ৰুগড়ে প্ৰণব গগৈর জন্ম হয়েছিল। মৃত্যুকালে গগৈ রেখে গেছেন পত্নী মোহিনী গগৈ,তিন পুত্ৰ এবং তাদের স্ত্ৰী,নাতি-নাতনি এবং বেশকিছু আত্মীয় পরিজনকে। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন,অসম(সেবা)এবং অসম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের(এএইচএসইসি)-এর প্ৰাক্তন সচিব অধ্যাপক প্ৰবীণ কুমার গগৈর বড় ভাই ছিলেন তিনি।

প্ৰণব গগৈ পেশায় একজন আইনজীবী ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্য বিধানসভায় বিধায়ক ছিলেন গগৈ। ২০০৬-২০১১ সাল পর্যন্ত তিনি আইন,লেজিসলেটিভ এবং রেশম বিভাগের মন্ত্ৰী পদ সামলেছেন। ২০১১-২০১৬ পর্যন্ত অসম বিধানসভায় অধ্যক্ষ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। এথিক্স,দ্য কমিটি অফ সাব-অর্ডিনেট লেজিসলেশনের ওপর হাউস এনকোয়ারি কমিটির একজন সদস্যও ছিলেন প্ৰয়াত প্ৰণব কুমার গগৈ। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বও সামলেছিলেন তিনি।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আধ্যাত্মিকতাবাদই ভারতের মূল্যবান উপহার বিশ্বকে,বললেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: CCTV footage | Thieves try to break open Locker Machine inside SBI premises in Digboi! But failed

Next Story
সংবাদ শিরোনাম