Begin typing your search above and press return to search.

গোলাঘাটে ত্ৰাস সৃষ্টিকারী চিতা খাঁচাবন্দি

গোলাঘাটে ত্ৰাস সৃষ্টিকারী চিতা খাঁচাবন্দি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Oct 2019 12:44 PM GMT

গোলাঘাটঃ গোলাঘাট বন ডিভিশনের অধীন চেলেঙ্গি এলাকার জাপিসোজয়া গ্ৰামে একটি চিতা গত কিছুদিন ধরে ত্ৰাস সৃষ্টি করেছিল। বন কর্মীরা সোমবার সকালে স্থানীয় মানুষের সাহায্যে চিতাটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হন।

প্ৰাপ্ত রিপোর্ট মতে,চিতাটি চেলেঙ্গি,বাগরিজেং এবং জাপিসোজয়া গ্ৰামে বেশ কিছু দিন থেকে ত্ৰাস চালিয়ে আসছিল। বাঘের ভয়ে এলাকার মানুষ তটস্থ হয়ে দিন কাটাচ্ছিলেন। উপায়ন্তর হয়ে স্থানীয় মানুষ বনবিভাগকে খবর দেন। এরপরই বন কর্মীরা ওই এলাকায় একটি খাঁচা পেতে রাখে।

অবশেষে সোমবার সকালে চিতাটি ওই খাচাঁয় আটকা পড়ে। খাঁচাবন্দি চিতাকে দেখতে গ্ৰামের মানুষ কাতারে কাতারে ছুটে আসেন। পরে বন কর্মীরা চিতাটিকে নিয়ে গিয়ে নামবর সংরক্ষিত বনাঞ্চলে ছেড্ৰে দেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ করিমগঞ্জে গৃহস্থের বাড়ি থেকে সোনার অলঙ্কার ও নগদ টাকা চুরি

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: One Person Killed in a Road Accident on the NH-38 in Digboi.

Next Story
সংবাদ শিরোনাম