Begin typing your search above and press return to search.

অসমের প্ৰাক্তন পুলিশ প্ৰধান খগেন শর্মা প্ৰয়াত

অসমের প্ৰাক্তন পুলিশ প্ৰধান খগেন শর্মা প্ৰয়াত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Oct 2019 9:22 AM GMT

গুয়াহাটিঃ অসমের প্ৰাক্তন পুলিশ প্ৰধান(ডিজিপি)খগেন শর্মা শুক্ৰবার রাত ৭.১৫ মিনিটে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন পত্নী বন্দনা শর্মা ও পুত্ৰ ত্ৰিনয়ন শর্মাকে।

প্ৰয়াত শর্মা ১৯৮২ সালের আইপিএস ব্যাচের অফিসার ছিলেন। ২০১৪ সালের ১৭ জানুয়ারি রাজ্যের ডিজিপি-র দায়িত্বভার গ্ৰহণ করেছিলেন শর্মা। ২০১৫-র ৩০ নভেম্বর ওই একই পদ থেকে অবসর নিয়েছিলেন তিনি।

রাজ্যে সন্ত্ৰাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন শর্মা। ডিজিপি পদে বহাল থাকাকালে আলফা,এনডিএফবি(পি)এবং এনডিএফবি রঞ্জন দৈমারি গোষ্ঠীকে আলোচনার টেবিলে নিয়ে আসার কৃতিত্ব তাঁরই।

এখানে উল্লেখ করা যেতে পারে যে ২০১২ সালের ২৪ জানুয়ারি শর্মা এডিজিপি(এসবি)পদে থাকাকালে রাজ্যের নটি জঙ্গি সংগঠনের কমপক্ষেও ৬৬৮ জন জঙ্গি গুয়াহাটিতে তদানীন্তন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী পি চিদম্বরমের কাছে তাদের অস্ত্ৰ সমর্পণ করেছিল। রাজ্যে সন্ত্ৰাসীদের উত্থান ও পতন দেখেছেন শর্মা। রাজ্যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পতনের জন্য শর্মা অবশ্যই কৃতিত্বের দাবি রাখেন। বেশকিছু জঙ্গি সংগঠনকে আলোচনার টেবিলে নিয়ে আসার কৃতিত্বও তাঁরই প্ৰাপ্য।

শর্মার মৃত্যুতে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল গভীর শোক প্ৰকাশ করেছেন। অসম সেক্ৰেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনও প্ৰাক্তন পুলিশ প্ৰধান শর্মার প্ৰয়াণে শোক প্ৰকাশ করেছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিটেনশন ক্যাম্পের অবস্থা খতিয়ে দেখতে পর্যালোচনা কমিটি গড়লো সরকার

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Six Hardcore ULFA (I) surrendered before Tinsukia Police

Next Story